রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতেখার আলম মাসুদের বাড়ির সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি অভিযুক্তদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বৃহস্পতিবার (০১ মে) এ দাবি জানান তিনি।
তিনি বলেন, ফ্যাসিবাদী অপশক্তির জুলুম-নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার ছিলাম। কোনো রক্তচক্ষুকে পরোয়া করিনি। তবে তারা কখনো বাড়ি পর্যন্ত আসার ঔদ্ধত্য দেখায়নি। কিন্ত আজ কিছু কাপুরুষের দল আমার বাড়ির দরজায় গভীর রাতের অন্ধকারে হামলার সাহস দেখিয়েছে। এরা কারা? এদের শিকড়সহ উৎপাটনের দাবি জানাই।
জানা গেছে, ৩০ এপ্রিল রাত ১১টার পর বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর এলাকার নিজ বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় তারা বাড়ির দরজার সামনে অন্তত ৫টি ককটেল বিস্ফোরণ করেছে বলে দাবি করা হয়েছে। এই শিক্ষক বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সদস্য। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ও বিএনপিপন্থী সংশ্লিষ্টরা।
এ ব্যাপারে মতিহার থানার ওসি আব্দুল মালেক জানান, এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে অনুসন্ধান চলছে।
এসএম/টিএ