মৃত্যু আসন্ন ছিল, বুঝতে পেরেছিলেন ঋষি কাপুর

বলিউডের প্রখ্যাত অভিনেতা ঋষি কাপুর প্রয়াত হন, ৩০ এপ্রিল ২০২০ সালে। লিউকেমিয়ায় আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। ২০১৮ সালে ক্যানসারে আক্রান্ত হলেও, ২০১৬ সালেই তিনি অনুভব করেছিলেন যে তার সময় খুব বেশি বাকি নেই।

সে সময় এক ছবি মুক্তি পেয়েছিল, নাম 'কাপুর এন্ড সন্স'। ঋষি অভিনীত চরিত্রটির বয়স ছিল ৯০ বছর। সে সময় তাকে প্রশ্ন করা হয়েছিল, ৯০ বছর বয়সে নিজেকে কীভাবে দেখেন অভিনেতা?

রাখঢাক না করেই ঋষি বলেছিলেন, ‘আমি অতদিন বাঁচব না। তার অনেক আগেই মৃত্যু হবে।’ এরপর খানিক থেমে অভিনেতা বলতে শোনা যায়, ‘যদি বাঁচি তবে ওই চরিত্রের মতো ব্যবহার করতে চাই না।’

ভাগ্যের কঠিন পরিহাস। মাত্র দুই বছর পরেই ক্যানসারে আক্রান্ত হন তিনি। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় বিদেশে। সে সময় তার সঙ্গে দেখা করতে যান শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া থেকে শুরু করে অনেকেই।

২০১৯ সালে ক্যানসারের যুদ্ধে জয়ী হয়ে ফিরে আসেন ঋষি। ভালোই ছিলেন কিছুদিন। তবে ২০২০ সালে আবারও ফিরে আসে ক্যানসার। বেশিদিন সময় নেননি। ক্যানসার ধরা পড়ার দুই বছরের মধ্যেই মারা যান ঋষি কাপুর!

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ