একসময় যিনি ছিলেন ব্রাজিলের গোলমেশিন, ১৯৯৪ সালের বিশ্বকাপজয়ী নায়ক রোমারিও। এবার তিনি মুখ খুললেন নিজের উত্তরসূরিদের নিয়ে। তার বক্তব্য ঝড় তুলেছে ব্রাজিলিয়ান ফুটবলে— বিশেষ করে যখন সেলেসাওয়ের পারফরম্যান্স ঘিরে সমালোচনার আগুন এমনিতেই জ্বলছে।
‘গ্লোবো’কে দেওয়া এক সাক্ষাৎকারে রোমারিও বলেন, “আমি দেখি খেলোয়াড়রা তাদের ক্লাবের জন্য অনেক বেশি খেলে, জাতীয় দলের জন্য ততটা নয়। আমি নিশ্চিত না তারা ইচ্ছাকৃত খারাপ খেলছে কিনা, কিন্তু তাদের কমিটমেন্টের স্তর স্পষ্টভাবে আলাদা।”
ভিনিসিয়ুস, রদ্রিগো, রাফিনিয়া—সবাই সমালোচনায়
রিয়াল মাদ্রিদ ও বার্সার হয়ে ঝলক দেখানো এই ফুটবলাররা ব্রাজিলের জার্সিতে নিষ্প্রভ—এটাই রোমারিওকে ভাবাচ্ছে। তার মতে, “আমার প্রজন্মে আমরা জাতীয় দলের জন্য সবকিছু উজাড় করে দিতাম। আমাদের ছিল জয়ের ক্ষুধা। ওরা যদি সেটা বোঝে, তাহলে হয়তো জিতবে।”
বিশেষ করে আর্জেন্টিনার বিপক্ষে ৪–১ গোলে লজ্জার হারের আগে রাফিনিয়ার বক্তব্য—“আমরা পিষে দেব”—নিয়ে রোমারিও বলেন, “ফলাফল ভয়াবহ ছিল, এবং রাফিনিয়া প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি।”
এই ব্যর্থতার মধ্যে আলোচনায় এক সম্ভাবনা—কার্লো আনচেলত্তি ব্রাজিল দলের দায়িত্ব নিতে পারেন। যদিও এখনো নিশ্চিত নয়, তবে রোমারিওর মতে, জাতীয় দলকে বাঁচাতে এবার পরিবর্তন জরুরি।
এসএস