সিরিজ খেলতে বাংলাদেশে এলো নিউজিল্যান্ড

বৃহস্পতিবার মাঝরাতে বাংলাদেশে এসে পৌঁছেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। এই সফরে দুই দেশের ‘এ’ দল তিনটি একদিনের ম্যাচ এবং দুটি চারদিনের ম্যাচ খেলবে। সবমিলিয়ে মোট ৫ ম্যাচের সিরিজ খেলতে ঢাকায় আসলো ব্ল্যাক ক্যাপসরা। আজ (২ মে) দুপুরেই আরেকটি ফ্লাইটে তাদের সিলেটে পৌঁছানোর কথা রয়েছে।

গত ২৮ এপ্রিল নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে ১৫ সদস্যের দল ঘোষণা করে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)। সেই ১৫ জনের ভেতর থেকে জো কায়ার্টকে লাল বলের এবং নিক কেলি করবেন সাদা বলের অধিনায়কত্ব। সফরকারীরা তরুণদের নিয়ে দল সাজালে, বাংলাদেশের স্কোয়াডকে বলা যায় দ্বিতীয় জাতীয় দল! সব অভিজ্ঞ ক্রিকেটারকে সিরিজের জন্য রাখা হয়েছে। বাংলাদেশ ‘এ’ দল গতকালই সিলেটে পৌঁছায়।

আগামী ৫ মে সিলেটে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। একই মাঠে ৭ মে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড ‘এ’ দল। ১০ মে শেষ ওয়ানডে সিলেটের আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজ শেষেই শুরু হবে দুটি চারদিনের ম্যাচ। ১৪ মে সিলেটে শুরু হবে সিরিজের প্রথম চারদিনের ম্যাচ। সিরিজের শেষ টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে ২১ মে, মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে।

নিউজিল্যান্ড ‘এ’ দল : মোহাম্মদ আব্বাস, আদিল অশোক, ম্যাট বয়েল, জো কার্টার (লাল বলের অধিনায়ক), ক্রিশ্চিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, জ্যাক ফকস, ডিন ফক্সক্রফট, মিচ হে, কার্টিস হ্যাফি, নিক কেলি (সাদা বলের অধিনায়ক), জায়ডেন লেনক্স, বেন লিস্টার, রিস মারিউ, ডেল ফিলিপস।

বাংলাদেশ ‘এ’ দল : পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, এনামুল হক বিজয়, সাইফ হাসান, মাহিদুল ইসলাম, ইয়াসির আলি, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, নাইম হাসান, নাসুম আহমেদ, তানভীর ইসলাম, রেজাউর রহমান রাজা, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান।

এফপি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
৮ ঘণ্টা পর দুই বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ May 03, 2025
img
আবরার হত্যা মামলা: ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড May 03, 2025
img
অস্ট্রেলিয়ার পার্লামেন্ট নির্বাচন, চলছে ভোটগ্রহণ May 03, 2025
img
শক্তিশালী দল নিয়ে জিম্বাবুয়ের মোকাবেলা করবে ইংল্যান্ড May 03, 2025
img
ঢাকায় আসছেন কানাডার ইন্দো-প্যাসিফিক বাণিজ্য প্রতিনিধি May 03, 2025
img
মাতৃহারা অনিল কাপুর, ঠাকুমার শেষকৃত্যে কান্নায় ভেঙে পড়লেন সোনম, অর্জুনরা May 03, 2025
মসজিদুল আকসার অজানা ৫টি বিষয় | ইসলামিক জ্ঞান May 03, 2025
img
অবশেষে রিয়াল ছাড়তে যাচ্ছেন মদ্রিচ! May 03, 2025
img
মোটরসাইকেলে গাড়ির ধাক্কা, প্রাণ গেল চালকের May 03, 2025
img
পহেলগাঁম হামলার জন্য নিরাপত্তা ব্যবস্থাকে দুষলেন সাবেক র প্রধান May 03, 2025