বিশ্বের সবচেয়ে ধনী ১০ জন অভিনেতা ২০২৪ এর তালিকায় কারা?

চলচ্চিত্র তারকারা দীর্ঘদিন ধরেই খ্যাতি ও সম্পদের প্রতীক। তবে এই খ্যাতিকে যাঁরা রূপান্তরিত করেছেন বিলিয়ন ডলারের সাম্রাজ্যে, তাঁদের সংখ্যা হাতে গোনা। সম্প্রতি Esquire প্রকাশ করেছে বিশ্বের শীর্ষ ১০ ধনী অভিনেতার তালিকা, যেখানে জায়গা করে নিয়েছেন বলিউডের সবচেয়ে বড় নাম—শাহরুখ খান।

এই তালিকার তারকারা শুধু অভিনয়ের আয়ের উপর নির্ভর করেননি। তাঁদের বিপুল সম্পদের পেছনে রয়েছে ব্যবসায়িক বুদ্ধিমত্তা, ব্র্যান্ড প্রোমোশন ও কৌশলী বিনিয়োগ। এক নজরে দেখে নেওয়া যাক ২০২৪ সালের বিশ্বের সবচেয়ে ধনী ১০ অভিনেতা—

১০. জ্যাকি চ্যান — ৫৫৭.০৯ মিলিয়ন ডলার
অ্যাকশন ও কমেডির সংমিশ্রণে বিশ্ব মাতানো এই তারকা হলিউডে যেমন জনপ্রিয়, তেমনি এশিয়াতেও অপ্রতিদ্বন্দ্বী। তাঁর নিজস্ব সিনেমা চেইন, পণ্যের বিজ্ঞাপন ও নানা উদ্যোগ তাঁকে পৌঁছে দিয়েছে এই অবস্থানে।

৯. টম হ্যাংকস — ৫৭১.৯৪ মিলিয়ন ডলার
ফরেস্ট গাম্প ও ফিলাডেলফিয়া-খ্যাত এই অভিনেতা অস্কারজয়ী হলেও, তাঁর মোট সম্পদের বড় অংশ এসেছে রিয়েল এস্টেট বিনিয়োগ থেকে, যার মূল্য প্রায় ২২৫ মিলিয়ন ডলার।

৮. জ্যাক নিকোলসন — ৫৯০ মিলিয়ন ডলার
৬০টির বেশি ছবিতে অভিনয় করা এই কিংবদন্তির সম্পদের বড় অংশ এসেছে আর্ট কালেকশন ও রিয়েল এস্টেট থেকে। ব্যাটম্যান ছবির রয়্যালটি এখনো এনে দিচ্ছে আয়।

৭. ব্র্যাড পিট — ৫৯৪.২৩ মিলিয়ন ডলার
হলিউডের ব্যস্ততম তারকাদের একজন ব্র্যাড পিট। তাঁর প্রতিষ্ঠিত প্রোডাকশন হাউজ 'প্ল্যান বি' থেকে এসেছে দ্য ডিপার্টেড, মুনলাইট ও ১২ ইয়ার্স আ স্লেভ এর মতো অস্কারজয়ী ছবি।

৬. রবার্ট ডি নিরো — ৭৩৫.৩৫ মিলিয়ন ডলার
অভিনয়ের বাইরে ডি নিরো সবচেয়ে বেশি পরিচিত নোবু রেস্টুরেন্ট চেইনের সহ-প্রতিষ্ঠাতা হিসেবে। নিউইয়র্কে রিয়েল এস্টেট বিনিয়োগও তাঁকে এনে দিয়েছে বিপুল সম্পদ।

৫. জর্জ ক্লুনি — ৭৪২.৮ মিলিয়ন ডলার
ক্লুনির সবচেয়ে বড় অর্থনৈতিক সাফল্য আসে তাঁর তেজিলা ব্র্যান্ড 'কাসামিগোস' থেকে, যা বিক্রি হয় প্রায় ১ বিলিয়ন ডলারে। বর্তমানে তিনি প্রযোজনার দিকেই বেশি মনোযোগ দিচ্ছেন।

৪. শাহরুখ খান — ৮৭৬.৫ মিলিয়ন ডলার
বলিউড বাদশাহ শাহরুখ খান ৩০ বছরেরও বেশি সময় ধরে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের একজন। ২০২৩ সালে তাঁর দুটি ছবি জওয়ান ও পাঠান বিশ্বব্যাপী ২,০০০ কোটির বেশি আয় করেছে। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট, আইপিএল-সংশ্লিষ্ট ক্রিকেট দল ও বিভিন্ন ব্যবসায়িক বিনিয়োগ মিলিয়ে তিনি এখন আন্তর্জাতিক স্তরে অন্যতম ধনী অভিনেতা।

৩. টম ক্রুজ — ৮৯১ মিলিয়ন ডলার
মিশন ইম্পসিবল ও টপ গান এর মতো ব্লকবাস্টারে অভিনয়ের মাধ্যমেই টম ক্রুজ তৈরি করেছেন তাঁর সম্পদের প্রায় সবটাই। প্রতি শব্দের জন্য তিনি আয় করেন হাজার ডলার!

২. ডোয়েইন ‘দ্য রক’ জনসন — ১.১৯ বিলিয়ন ডলার
WWE রেসলিং থেকে হলিউডের প্রথম সারির অভিনেতা হয়ে ওঠা দ্য রক এখন একটি তেজিলা ব্র্যান্ড 'টেরেমানা'-র ৩০ শতাংশ মালিক, যার বাজারমূল্য প্রায় ২ বিলিয়ন ডলার।

১. আর্নল্ড শোয়ার্জনেগার — ১.৪৯ বিলিয়ন ডলার
অস্ট্রিয়ান বডি বিল্ডার থেকে হলিউড সুপারস্টার, এরপর ক্যালিফোর্নিয়ার গভর্নর—এই বহু মুখী পরিচয়ের পেছনে রয়েছে বিশাল সম্পদ। রিয়েল এস্টেট ও বিনিয়োগ সংস্থায় অংশীদারিত্বের মাধ্যমে তিনি ২০২৪ সালে আনুষ্ঠানিকভাবে বিলিয়নিয়ার ক্লাবে প্রবেশ করেছেন।

এফপি/টিএ 

Share this news on:

সর্বশেষ

টিকটক করতে গিয়ে আটক, বিজিবির হস্তক্ষেপে ছাড়া পেল মামা-ভাগিনা May 03, 2025
img
যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনি শিশুকে হত্যার দায়ে এক ব্যাক্তির ৫৩ বছরের কারাদণ্ড May 03, 2025
img
পাকিস্তান থেকে সব পণ্যের আমদানি বন্ধ করল ভারত May 03, 2025
img
ছেলেরা আমাকে খেলতে নিত না : তাসনুভা তিশা May 03, 2025
img
আগামী সপ্তাহে বরখাস্ত হতে পারেন হোয়াইট হাউসের অনেক কর্মী May 03, 2025
বোর্ডের দায়িত্ব নেয়ার পর জেলা বিভাগকে ভুলে যায় May 03, 2025
"কুন্দে ছিটকে গেলেন, সেমিফাইনালে বিপাকে বার্সা" May 03, 2025
দেশে নারী কমিশন থাকলে জনতার মর্যাদা কমে যাবে May 03, 2025
কেন সব ফ্লাইট স্থগিত করল নভোএয়ার ? May 03, 2025
img
ডাক্তার সময়মতো না আসায় হাসপাতালে ভাঙচুর, বন্ধ চিকিৎসা সেবা May 03, 2025