ভারত-পাকিস্তানের মধ্যেকার দ্বিপক্ষীয় সিরিজ হয় না এক যুগ ধরে। দুই দলের লড়াইটা এখন শুধুই আইসিসি ও এসিসির ইভেন্টে। তবে সর্বশেষ পহেলগামের ঘটনায় বৈশ্বিক আসরেও পাকিস্তানের মুখোমুখি হতে চায় না বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
বিসিসিআইয়ের এই চাওয়া অবশ্য পূরণ হওয়া খুবই কঠিন।
তবে নিজেদের হাতের ক্ষমতায় ভারত ঠিকই কিছু জায়গায় নিজেদের চাওয়া পূরণ করছে। পাকিস্তানের বিভিন্ন অঙ্গনের জনপ্রিয় মুখদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিজেদের দেশে বন্ধ করে দিচ্ছে। তারই ধারাবাহিকতায় পাকিস্তানের চার ক্রিকেটারের অ্যাকাউন্টও বন্ধ করে দিয়েছে।
সেই চার ক্রিকেটার হচ্ছেন-বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি ও হ্যারিস রউফ।
চারজনই পাকিস্তান দলের অবিচ্ছেদ্য অংশ এবং ভারতে তাদের বেশ জনপ্রিয়তাও আছে। এর আগে পাকিস্তানের বেশ কজন সাবেক ক্রিকেটারের ইউটিউব অ্যাকাউন্টও বন্ধ করে দিয়েছে ভারত। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন- শোয়েব আখতার, বাসিত আলি ও রশিদ লতিফ।
কিছুদিন আগে আবার পাকিস্তানের জ্যাভলিন খেলোয়াড় আরশাদ নাদিমকে ভারতে আসার আমন্ত্রণ জানালে সমালোচনা শুনতে হয়েছে অলিম্পিকে স্বর্ণজয়ী নীরজ চোপড়াকে।
‘এনসি ক্ল্যাসিক’ নামে এক প্রতিযোগিতার আয়োজন করেছেন ভারতীয় জ্যাভলিন তারকা। সেই টুর্নামেন্টে অংশ নিতেই বন্ধু আরশাদকে আমন্ত্রণ জানান তিনি। পহেলগামের এই ঘটনার পর নীরজকে সমালোচনায় বিদ্ধ হতে হয়েছে। সেই আরশাদেরও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ভারত।
গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসীদের হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যু হয়।
এই হামলার জন্য পাকিস্তানের দিকে আঙুল তুলে ভারত সরকার। যার জেরেই দুই দেশের সীমান্তে উত্তেজনা বেড়েছে। এমনকি দুই দেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তিও স্থগিত হয়ে গেছে।
আরএম/টিএ