নাটকে ফের অশ্লীলতার অভিযোগ, সমালোচনার মুখে মুশফিক ফারহান

বছর কয়েক আগেও টেলিভিশন নাটকে ঝেঁকে বসেছিল অশ্লীলতা। আপত্তিকর দৃশ্য এবং অশ্লীল সংলাপে দেখা যেত নাটক। টেলিভিশন ছাড়িয়ে তা ইউটিউবেও ছড়িয়ে যেতে থাকে। যা নিয়ে বেশ আপত্তি জানিয়েছিলেন ড্রয়িংরুম মিডিয়া দর্শক।

শুধু তাই নয়, এ নিয়ে তৎপর হয়েছিলেন নির্মাতা-শিল্পীরা। যার দরুণ কমে এসেছিল তা। এরপর স্বাভাবিকভাবেই আবারও সুন্দর গল্প ও নির্মাণশৈলীতে আগ্রহী হয়ে নাটকে ঝুকেছেন দর্শকরা।
তবে মূলধারার নাটকে যেন আবারও ফিরছে অশ্লীলতা, তাও আবার অভিনেতা মুশফিক আর ফারহানের হাত ধরে।

সদ্যই উন্মুক্ত হয়েছে ‘মোর দ্যান লাভ’ শিরোনামে তার একটি নাটকের টিজার। অন্তর্জালে আসার পর ৪৮ সেকেন্ডের টিজারটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। শুধু তাই নয়, জন্ম হয়েছে নতুন বিতর্কের।

টিজারে প্রকাশিত কিছু দৃশ্য অশালীন উল্লেখ করে এগুলো দেশীয় নাটকের পরিপ্রেক্ষিতে বেমানান বলে অভিযোগ করেন নেটিজেনরা।কেউ কেউ এই টিজারটিকে অশ্লীল সিরিজ ও নীল ছবির সঙ্গে তুলনা করেছেন। কেউ কেউ আবার নাটকটির অভিনেতা মুশফিক ফারহানকে বয়কট করার কথাও জানিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘেঁটে দেখা গেছে একজন লিখেছেন, ‘মোর দ্যান লাভ’ টিজারে কখনোই নাটকের ফ্লেভার ছিল না। টিজারে অশ্লীল অঙ্গভঙ্গি ও দৃশ্য ব্যবহৃত হয়েছে, যা আমাদের নাটকীয় ঐতিহ্যের সঙ্গে যায় না।’ আরেকজন লিখেন, ‘এ নিয়ে মোট তিনশোরও বেশি বাংলা নাটক দেখেছি।সত্যি বলতে কখনো ভাবি নাই বাংলা নাটক এ পর্যায়ে যাবে।’
আরও একজন মন্তব্য করেন, ‘ভাবতেই অবাক লাগে যে, নাটকে ১৮+’। বয়কটের দাবি তুলে আরেকজন লিখেন, ‘ফারহান বয়কট’।

আধুনিকতার নামে নাটকগুলোতে গুটি কয়েক অভিনেতা নোংরামি ছড়িয়ে দিচ্ছে উল্লেখ করে আরেকজন লিখেন, ‘একটা সভ্য সমাজ কখনো এমন নোংরামি মেনে নিতে পারে না। আগে বাংলা চলচিত্র ধ্বংস হয়েছে নোংরামির জন্য, এখন নাটকও হারানোর পথে। আগে মানুষ পরিবার নিয়ে নাটক দেখতো। কারণ সে নাটক যেভাবে তৈরি করা হতো তাতে পরিবার সকলে দেখতে পেতো। বাট এখন নাটকে অনকে পরিবর্তন, হয়তো ভিউ হয় বাট ভিউ দেখতে গেলে একসময় এ সকল অভিনেতাই থাকবে না। এক সময়ের পপিসহ আরো অনেকে আছে যারা কিছু সময়ের জন্য জনপ্রিয় ছিলো বাট পরে ঠিকই হারিয়ে গেছে।’

নাটকের ফেসবুকভিত্তিক গ্রুপগুলোতে কেউ কেউ এমনটাও বলছেন, ‘বাংলা নাটকের বর্তমান অবস্থা দেখে ইন্ডিয়ান ১৮+ সিরিজ মনে হচ্ছে।’

‘মোর দ্যান লাভ’ নির্মাণ করেছেন তৌফিকুল ইসলাম। মেজবাহ উদ্দিন সুমনের গল্পে এই নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল। এছাড়াও অতিথি চরিত্রে রয়েছেন সামিরা খান মাহি, অর্চিতা স্পর্শিয়া, আইশা খান, ফারিন খান ও মারিয়া শান্ত প্রমুখ।

এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ