সন্তান জন্মের পর এক নারীর জীবনে অগ্রাধিকার বদলে যাওয়া খুব স্বাভাবিক। বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। মাতৃত্ব তার জীবন বদলে দিয়েছে—সম্প্রতি মুম্বইয়ে আয়োজিত ‘ওয়েভস সামিট’-এ এমনটাই জানালেন অভিনেত্রী।
দীপিকা বলেন, “আমি একটা নতুন জীবন উপভোগ করছি। মা হওয়ার পর জীবনে অনেক কিছুই নতুনভাবে যুক্ত হয়েছে। আগে কেবল ক্যারিয়ার বা অর্থ উপার্জনের কথা ভাবতাম, এখন আমার দায়িত্ব একটা নতুন প্রাণকে ঘিরে।”
তিনি আরও বলেন, “সবসময় চেয়েছিলাম মা হতে। এখন বুঝতে পারছি, মাতৃত্বের প্রকৃত অর্থ কী। আমার মনে হয় না, এর চেয়ে সুন্দর কিছু হতে পারে। এখন সবসময় মেয়েকে নিয়েই ভাবতে হয়। জীবনটাই বদলে গেছে।”
প্রসঙ্গত, ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর দীপিকা ও রণবীর সিং দম্পতির ঘর আলো করে আসে তাদের একমাত্র কন্যাসন্তান 'দুয়া'। তারপর থেকে বেশিরভাগ সময় মেয়ের সঙ্গেই কাটাচ্ছেন দীপিকা, এবং মাতৃত্বের প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন তিনি।
এসএস