ঢাকায় অনুষ্ঠিত হয়েছে রুশ তিন উদীয়মান সংগীতশিল্পীর পরিবেশনায় ‘রাইজিং স্টারস কনসার্ট’। পিয়ানোর বিষণ্ন সুর ও অপেরায় প্রেম–প্রীতির আবহে মুখর ছিল জাতীয় নাট্যশালার মিলনায়তন। যন্ত্র ও শাস্ত্রীয় সংগীতের ঘোর লাগা পরিবেশনায় মুগ্ধ হন হলভর্তি শ্রোতা-দর্শক।
গতকাল শুক্রবার সন্ধ্যায় ধ্রুপদি এই সংগীতানুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে ঢাকাস্থ রুশ সাংস্কৃতিক কেন্দ্র রুশ হাউস এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সহযোগিতায় ছিল চাইকোভস্কি মস্কো স্টেট কনজারভেটরি।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন রুশ শিল্পী স্তানিস্লাভ চেরনুখিন (গ্র্যান্ড পিয়ানো), কারিনা খোভালিগ (সোপ্রানো) এবং মিখাইল লোগিনভ (বারিটোন)। রাশিয়া ও বিশ্বের বিভিন্ন দেশের ধ্রুপদি অপেরা থেকে জনপ্রিয় কয়েকটি সঙ্গীত পরিবেশন করেন তাঁরা। তাঁদের কণ্ঠে উঠে আসে যুদ্ধের একাকিত্ব, নিঃসঙ্গতা ও শোকের অনুভব।
এ আয়োজনে বিশেষ আকর্ষণ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জনপ্রিয় রুশ গান ‘স্মুগল্যাঙ্কা’, যার পিয়ানো সংগীত পরিবেশন করেন চেরনুখিন। তাঁর সুরে ফুটে ওঠে প্রেম ও বিষণ্নতার আবহ।
রাশিয়ার উদীয়মান সংগীতশিল্পীদের বিশ্বে তুলে ধরতে রুশ ওয়ার্ল্ড ফাউন্ডেশন পরিচালনা করছে ‘রাইজিং স্টারস’ নামের একটি প্রকল্প, যার অংশ হিসেবে এই কনসার্ট অনুষ্ঠিত হয়। এ প্রকল্পে সহযোগিতা করছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় ও চাইকোভস্কি কনজারভেটরি। বিভিন্ন দেশে পরিবেশনা ও মাস্টারক্লাস আয়োজনের মাধ্যমে রাশিয়ান সংস্কৃতি, ভাষা ও শিক্ষাকে তুলে ধরা হচ্ছে দর্শকদের সামনে।
অনুষ্ঠানের শুরুতে রুশ হাউসের পরিচালক পাভেল দ্বয়চেঙ্কভ বলেন, “সংগীত সীমানা পেরিয়ে দুই দেশের বন্ধনকে আরও গভীর করে। এই কনসার্ট কেবল সংগীত নয়, বরং দুই দেশের সাংস্কৃতিক বিনিময়ের প্রতিচ্ছবি।”
শিল্পকলা একাডেমির সচিব ওয়ারেছ হোসেন অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও শ্রোতাদের স্বাগত জানান।
এসএস