বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, নির্বাচন নিয়ে টালবাহানার পরিণাম ভালো হবে না। যত দ্রুত সম্ভব একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।
শুক্রবার (২ মে) বিকেলে টাঙ্গাইলের পুরাতন বাসস্ট্যান্ডে শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সুলতান টুকু বলেন, “আগামী দিনে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবো—ইনশাআল্লাহ। ফ্যাসিবাদের পতন হবে, গণতন্ত্রই প্রতিষ্ঠিত হবে। যারা এই নিয়ম ভাঙার চেষ্টা করেন, জনগণের অধিকার হরণ করেন, তাদের উদ্দেশ্যে বলছি—জনগণ রাস্তায় নামলে ফল ভালো হবে না।”
টাঙ্গাইল জেলা শ্রমিক দলের সভাপতি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।