বলিউড অভিনেত্রী ও শ্রীদেবী-কন্যা জানভি কাপুর আবারও আলোচনায়—এবার পোশাক বিতর্কে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তার একটি ভিডিও, যেখানে তাকে একটি কালো নুডলস স্ট্র্যাপ পোশাকে গাড়ি থেকে নামতে দেখা যায়। সেই সময় তিনি কয়েকবার পোশাক সামলাতে ব্যস্ত হয়ে পড়েন, যা অনেকের নজর কাড়ে এবং শুরু হয় নানা মন্তব্য ও সমালোচনা।
অনেকে মনে করছেন, জানভির ওই পোশাক মূলত ঘুমানোর জন্য ব্যবহৃত ‘নাইট ড্রেস’, যা পরে তিনি প্রকাশ্যে আসায় তা বিতর্কের জন্ম দিয়েছে। এক নারী মন্তব্য করেন, “এই পোশাক আমারও আছে, আমি এটা পরে ঘুমাই।” আরেকজন প্রশ্ন তোলেন, “যা পরে আরাম পান না, তা পরেন কেন?” কেউ কেউ পোশাকটিকে ‘অশ্লীল’ বলেও আখ্যায়িত করেছেন।
তবে নিন্দার পাশাপাশি প্রশংসাও কম হয়নি। অনেকেই জানভির স্টাইল ও আত্মবিশ্বাসের প্রশংসা করেছেন।
এর আগেও সমালোচনার মুখে পড়েছিলেন জানভি। কয়েকদিন আগে মুম্বাইয়ের এক রেস্তোরাঁয় অভিনেত্রী অনন্যা পাণ্ডে ও শানায়া কাপুরের সঙ্গে ডিনারে গেলে এক ভক্ত সেলফি তোলার অনুরোধ করেন। তবে তা এড়িয়ে যাওয়ায়, সামাজিক মাধ্যমে তাকে ‘অভিমানী’ বলেও কটাক্ষ করেন অনেকে।
চলচ্চিত্রে নিয়মিত কাজ করার পাশাপাশি জানভি কাপুর সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয়। তবে লাইমলাইটে থাকা তারকা হিসেবে, পোশাক বা আচরণ—সব কিছুতেই থাকে জনদৃষ্টির চাপ।
এসএস