বাজরাঙ্গি ভাইজান ফিরছেন! সালমানের মুখেই মিললো ইঙ্গিত!

বাজরাঙ্গি ভাইজান ফ্যানদের জন্য এবার রীতিমতো খুশির খবর। বহু প্রতীক্ষার পর মনে হচ্ছে,বাজরাঙ্গি ভাইজান ২ সত্যিই তৈরি হতে চলেছে। আর এই ইঙ্গিত এসেছে সরাসরি দুই হেভিওয়েটের কাছ থেকে — সালমান খান এবং বিখ্যাত চিত্রনাট্যকার ভি. বিজয়েন্দ্র প্রসাদের।

সম্প্রতি পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিজয়েন্দ্র প্রসাদ জানিয়েছেন, গেল ঈদে সালমান খানের সঙ্গে তাঁর দেখা হয়। তিনি সালমানকে একটি গল্প শোনান, আর সালমান সেটা শোনামাত্রই পছন্দ করে ফেলেন। যদিও এখনো কিছুই চূড়ান্ত নয়, তবে প্রসাদের বক্তব্যেই স্পষ্ট — আলোচনা বেশ ইতিবাচকভাবেই এগোচ্ছে।

এই মুহূর্তে ছবিটি রয়েছে ডেভেলপমেন্ট পর্যায়ে। জানা গেছে, সালমান ও প্রসাদ কয়েক দফা মিটিংও করেছেন সিক্যুয়েল নিয়ে। মজার বিষয় হলো, আলোচনায় আছেন কবীর খানও — অর্থাৎ আগের ছবির পরিচালক। সব ঠিকঠাক চললে, পুরনো টিমকেই আবার ফিরতে দেখা যেতে পারে নতুন মিশনে।

২০১৫ সালে মুক্তি পাওয়া বাজরাঙ্গি ভাইজান শুধু এক ব্লকবাস্টার নয়, বরং এক আবেগঘন অভিজ্ঞতা হয়ে উঠেছিল দর্শকদের জন্য। এক মূক পাকিস্তানি শিশুকে তার বাড়ি ফিরিয়ে দিতে বাজরাঙ্গি ওরফে পবন কুমার চতুর্বেদীর লড়াই ছুঁয়ে গিয়েছিল কোটি হৃদয়। সেই যাত্রা আবার শুরু হতে চলেছে, নতুন মোড়ে, নতুন চমকে।

আর মাত্র সময়ের অপেক্ষা। অফিসিয়াল ঘোষণা এলেই নিশ্চিত হয়ে যাবে — বাজরাঙ্গি ভাইজান ফিরছেন বড় পর্দায়, আগের চেয়েও বড় আবেগ আর ভালোবাসা নিয়ে।

এফপি/এস এন

Share this news on: