শ্রীনিধি শেটির নতুন পথচলা: KGF-এর কৃতজ্ঞতা থেকে সাহসী সিদ্ধান্তে!

ইয়াশ-এর সঙ্গে KGF দিয়ে দুর্দান্ত এক ডেবিউ হলেও, শ্রীনিধি শেটির জন্য সেটা ছিল খ্যাতি আর হতাশার মিশ্রণ। অনেকেই তাঁর চরিত্রটিকে "‘ফ্লাওয়ারপট’ " বলে মন্তব্য করেছিলেন, অর্থাৎ শুধুমাত্র সৌন্দর্যের জন্য রাখা, কোনো গুরুত্বহীন চরিত্র। কিন্তু তিনি কি এর জন্য আফসোস করেন? এক মুহূর্তের জন্যও না।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রীনিধি স্পষ্টভাবে বলেছেন, "আমি জানতাম আমি কী সাইন করছি।" তিনি জানতেন, গল্প শোনার সময়ই যে তার চরিত্রের স্কোপ কম, তবুও তিনি সেই চরিত্রটি নিতে চেয়েছিলেন। কারণ, KGF শুধুমাত্র একটি সিনেমা ছিল না, সেটি ছিল তাঁর জন্য স্বপ্নের শুরু। সেই শুরুতে তিনি পেয়েছিলেন নাম, পরিচিতি, জাতীয় স্তরের জনপ্রিয়তা এবং একটি শক্তিশালী ফ্যানবেস।

তবে KGF-এর পর যখন তাঁর কেরিয়ার সেভাবে এগোয়নি, তখন তিন বছরের বিরতি শেষে Cobra-তে ফিরে আসেন তিনি। কিন্তু সেখানে তাঁর প্রকৃত প্রতিভার ব্যবহার হয়নি। তখনই প্রশ্ন ওঠে, শ্রীনিধিকে কি শুধুমাত্র সৌন্দর্যের পণ্য হিসেবে দেখা হয়েছে? নাকি ইন্ডাস্ট্রি জানেই না, তার মতো অভিনেত্রীর জন্য কী ধরনের চরিত্র তৈরি করা উচিত?

কিন্তু শ্রীনিধি হাল ছাড়েননি। তিনি নিজেকে রিডিজাইন করেছেন। এখন তিনি অনেক বেশি সচেতন, আর শুধুমাত্র আকর্ষণীয় চরিত্রের জন্য কাজ করতে চান না। তিনি বলছেন, "আবার ফুলারপট চরিত্র করব? সময় নিয়ে ভাবব।"

শ্রীনিধির পরবর্তী ছবি ‘HIT: The Third Case’। এখানে তার চরিত্র, মৃদুলা, শুধুমাত্র উপস্থিতি নয়, বাস্তবিক প্রভাব রাখবে। এই চরিত্রে শ্রীনিধির অভিনয় নতুন এক দৃষ্টিকোণ আনবে।

শ্রীনিধি শেটি শুধু একটি "সতর্কবার্তা" নন, তিনি এক অনুপ্রেরণামূলক কেস স্টাডি। KGF-এর জন্য তিনি কৃতজ্ঞ, কারণ সেটি ছিল তাঁর পাথেয়, তবে এখন তিনি শুধু ফেম নয়, অর্থপূর্ণ ভূমিকা খুঁজছেন। আর এই সিদ্ধান্ত, একটি হিট ওয়ান্ডার-ভরা ইন্ডাস্ট্রিতে, নিজেই একটি শক্তিশালী পদক্ষেপ।

তার যাত্রা প্রমাণ করে, সিনেমা ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে কেবল জনপ্রিয়তা নয়, প্রয়োজন সঠিক চরিত্র আর নিজেকে নতুনভাবে প্রতিষ্ঠা করার সাহস।

এফপি/এস এন 

Share this news on: