ভারুন-কার্তিককে নিয়ে আসছে 'মুঝছে শাদী কারোগি ২'

২০০৪ সালে মুক্তি পাওয়া Mujhse Shaadi Karogi আজও বলিউডের অন্যতম জনপ্রিয় কমেডি-রোমান্স সিনেমা। সালমান খান, অক্ষয় কুমার আর প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত এই মুভি ছিল এক কনফিউশন-ভরা প্রেম, ঈর্ষা আর ভাই-মেট কমেডির জবরদস্ত প্যাকেজ।

এবার সেই সিনেমারই সিকুয়েল আসতে চলেছে — Mujhse Shaadi Karogi 2, আর বলিউডে এখন সবচেয়ে বড় প্রশ্ন: কে পরবেন সালমান-অক্ষয়ের জায়গায়?

নতুন জুটি আলোচনায়: Varun Dhawan ও Kartik Aaryan

বেশ কয়েকটি বলিউড সূত্র বলছে, নতুন Samir চরিত্রে ভাবা হচ্ছে Varun Dhawan-কে, আর Sunny চরিত্রে Kartik Aaryan-কে। যদিও প্রযোজক Sajid Nadiadwala এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি, কিন্তু ফ্যানদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।

Varun Dhawan এর আগে Judwaa 2-তে সালমান খান-স্টাইল চরিত্রে নজর কেড়েছেন। যদিও সাম্প্রতিক বক্স অফিস পারফরম্যান্স একটু ওঠানামা করলেও, তার কমেডি টাইমিং এখনও আকর্ষণীয়।

অন্যদিকে, Kartik Aaryan ইতিমধ্যেই Pyaar Ka Punchnama থেকে Bhool Bhulaiyaa 2-তে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন রোম-কমের রাজা হিসেবে। তার “comic confusion” স্টাইল দারুণভাবে মেলে এই ফ্র্যাঞ্চাইজির ভেতরে।

Rani-র চরিত্রে কে?
মূল ছবিতে প্রিয়াঙ্কা চোপড়া ছিলেন কেন্দ্রীয় নারী চরিত্রে। সিকুয়েলে কে আসছেন তাঁর জায়গায়? সেটা এখনও রহস্য। সোশ্যাল মিডিয়ায় নাম ভেসে বেড়ালেও, প্রযোজকের তরফে কোনো কনফার্মেশন আসেনি।

পুরনো ম্যাজিক ফিরবে?
Mujhse Shaadi Karogi 2 একদিকে যেখানে পুরোনো কমেডি ম্যাজিক ফিরিয়ে আনার চ্যালেঞ্জ, অন্যদিকে নতুন প্রজন্মের টেস্ট ও হিউমারের সাথে মানিয়ে চলার দায়িত্ব।
→ যদি Varun-Kartik জুটি হয়েই যায়, তাহলে Gen Z ভার্সনের এক দারুণ কনফিউশন রম-কম দেখার আশা করাই যায়।

Mujhse Shaadi Karogi 2 কেবল সিকুয়েল নয়, এটা এক সময়ের কমেডি ঘরানাকে নতুন করে চেনানোর প্রচেষ্টা। Varun-Kartik কি পারবে Salman-Akshay জাদু ফিরিয়ে আনতে? নাকি নতুন জেনারেশনের জন্য একেবারে নতুন এক ম্যাজিক তৈরি হবে? উত্তর পাবে বলিউড, খুব শিগগিরই!

এসএন 

Share this news on: