রাজধানীর নিকুঞ্জে এলাকাবাসী নিজেরাই ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করে দিয়েছেন। গত ৩০ এপ্রিল এ এলাকায় এক স্কুলশিক্ষার্থী অটোরিকশায় মারাত্মক আহত হয়। এরপর তারা নিকুঞ্জে ব্যাটারিচালিত রিকশা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন। ফলে এখন এ এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ আছে।
নিকুঞ্জ এলাকার বাসিন্দা তাসবির ইকবাল গণমাধ্যমকে বলেন, গুলশানের পর এবার রাজধানীর নিকুঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ করেছেন এলাকাবাসী। নিকুঞ্জ-২, টানপাড়া ও জামতলায় অটোরিকশার সীমাহীন যন্ত্রণায় অতিষ্ঠ এলাকাবাসী। অনিরাপদ এই যানের বৈধ কোনো কাগজপত্র না থাকা এবং চালকের ন্যূনতম প্রশিক্ষণ না থাকা, মাদকাসক্ত অপ্রাপ্তবয়স্ক চালকের কারণে গত ৬ মাসে কয়েক ডজন দুর্ঘটনা ঘটেছে। এছাড়াও প্রয়োজনের তুলনায় অধিক অটোরিকশা চলাচল করায় এলাকার রাস্তাগুলোতে হাঁটাই যেন মুশকিল হয়ে পড়েছে।
এলাকাবাসীরা জানান, আমাদের নিকুঞ্জ এলাকায় সাতটিরও অধিক অটোরিকশার গ্যারেজ রয়েছে। গ্যারেজগুলোতে সব মিলিয়ে অটোরিকশার সংখ্যা দুইশর বেশি। দিন দিন এই সংখ্যা বাড়ছে। গ্যারেজগুলোকে তদারকির মধ্যে না আনা পর্যন্ত নিকুঞ্জ এলাকায় অটোরিকশা বন্ধের এমন উদ্যোগ পূর্ণতা পাবে না।
এদিকে রাজধানীর প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যৌথ অভিযান শুরু করার উদ্যোগ নিয়েছে। পাশাপাশি ঢাকা শহরের ভেতরে অটোরিকশা তৈরির ওয়ার্কশপ ও চার্জিং স্টেশনগুলো বন্ধ করতে শিগগিরই এ অভিযান শুরু হচ্ছে বলে জানা গেছে।
আরএম/এসএন