নেইমারের কাছ থেকে ‘বিশেষ উপহার’ পেলেন পলাশ!

ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও তার ইনস্টিটিউটের কাছ থেকে বিশেষ উপহার পেলেন ছোটপর্দার অভিনেতা জিয়াউল হক পলাশ। একটি ভিনটেজ পানির বোতল সদৃশ বস্তু ও একটি জার্সি। উপহারটি পলাশের হাতে পৌঁছে দিয়েছেন নেইমারের পারিবারিক বন্ধু প্রবাসী বাংলাদেশি ও সামাজিক সংগঠক রবিন মিয়া, যিনি নেইমারের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।নেইমারের সঙ্গে নানা ইভেন্টে তাকে দেখা যায়।

সেই রবিন সেলিব্রিটি ক্রিকেট খেলতে এখন ঢাকায়। আর ঢাকায় ফিরেই তাকে দেখা গেলো ব্রাজিল ফুটবল দল ও নেইমারের একনিষ্ট ভক্ত পলাশের সাথে! এসময় পলাশের হাতে তুলে দিলেন বিশেষ উপহার! যেটি নিয়ে আবার একটি ভিডিও পোস্টও করেছেন পলাশ।

ভিডিওতে দেখা যায়, পলাশের হাতে একটি ভিনটেজ পানির বোতল সদৃশ বস্তু। তিনি এটি নিয়ে বলছিলেন, এটি একটি বিশেষ উপহার, যেটা পেয়েছি একজন স্পেশাল মানুষের কাছ থেকে! এসময় পানির সেই বোতলটি রবিন মিয়ার হাতে তুলে দিয়ে এটির বিশেষত্ব বর্ণনা করতে বলেন পলাশ।

রবিন মিয়া বোতলটি হাতে নিয়ে বলেন, এটি মূলত জুনিয়র নেইমার ইনস্টিটিউটের, ঢাকায় বিশেষ মানুষের জন্য তিনি এটি ব্রাজিল থেকে বহন করে নিয়ে এসেছেন। এসময় রবিন মিয়াকে বলতে শোনা যায়, “পলাশ এই বিশেষ উপহারটি ডিজার্ভ করে। কারণ সে হলো ডাইহার্ট ব্রাজিল ও নেইমারের সমর্থক।”

পাশে বসা পলাশকে বিশেষ এই উপহারটি তুলে দিয়ে রবিন মিয়া আরো বলেন, ‘আল্লাহ যদি চায়, তাহলে ভবিষ্যতে কোনো ইভেন্টে পলাশকে নেইমারের কাছে নিয়ে যাবো।
 
জিয়াউল হক পলাশ বলেন, আমি নিজেও ফাউন্ডেশন নিয়ে কাজ করি, এটি রবিন ভাই আগে থেকেই জানতেন। তার মাধ্যমেই নেইমার বিষয়টি জানতে পেরে খুশি হয়েছেন। তার ফাউন্ডেশন হাজার হাজার বাচ্চাদের নিয়ে কাজ করে। ওই বোতলের উপরে যে কাজগুলো- সব ওই বাচ্চাদের করা। এটা খুবই স্পেশাল।

রবিনের মাধ্যমে তিনি শুনেছেন যে আমি ব্রাজিল ও তার খুব ভক্ত, তার উপর আমি নিজেও একটা ফাউন্ডেশন চালাই- সব মিলিয়ে এই স্পেশাল উপহারটি আমি পেয়েছি।

নেইমার জুনিয়র ইনস্টিটিউট ব্রাজিলে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষা, স্বাস্থ্য এবং ক্রীড়াভিত্তিক উন্নয়নমূলক কাজ করে থাকে। আন্তর্জাতিকভাবে তারা বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রমে অংশ নেয়। আর এই প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনার সাথে জড়িত বাংলাদেশি যুবক রবিন মিয়া।

এমআর/ এসএন


Share this news on:

সর্বশেষ

img
শেরপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল একজনের, আহত ৫ May 04, 2025
img
কোনো ফ্যাসিস্টের সঙ্গে আমার সম্পর্ক নেই: বিসিবি সভাপতি May 04, 2025
img
চট্টগ্রামে দেশের সবচেয়ে বড় ক্যান্সার হাসপাতাল হবে: আমীর খসরু May 04, 2025
img
যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী যেভাবে জন্মদিন উদযাপন করবেন ট্রাম্প May 04, 2025
img
শৃঙ্খলাভঙ্গের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার May 04, 2025
img
দক্ষিণ সুদানে হাসপাতালে বিমান হামলায় প্রাণ গেল ৭ জনের May 04, 2025
img
হত্যাচেষ্টা মামলায় যুবলীগ নেতা নিউটন গ্রেফতার May 04, 2025
img
তোপের মুখে রিপাবলিক বাংলা ও ময়ূখ রঞ্জন May 04, 2025
শত্রু থেকে বাঁচতে যে আমল করবেন May 04, 2025
বিসিবির নেতৃত্বে কাদের থাকা উচিত, জানালেন তামিম May 04, 2025