সময় পেলেই আলোচনা করছি, সন্তানের জন্য কী কী কিনব : পিয়া

আর মাত্র এক মাস। মা হতে চলেছেন ভারতের সংগীতশিল্পী ও গণমাধ্যমকর্মী পিয়া চক্রবর্তী। মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন তিনি। এ সময়টায় পরিবার ও কাছের মানুষদের কাছ থেকে পাচ্ছেন ভালোবাসা আর যত্ন। চলছে সাধভক্ষণ পর্ব।

পিয়াকে কেউ রেঁধে খাওয়াচ্ছেন মাছের মুড়ো, তো কেউ আবার মাংসের পছন্দের পদ। কাছের মানুষরা চান তিনি যেন আনন্দে থাকেন। কখনও তার পাশে থাকছেন জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা পরমব্রত চট্টোপাধ্যায়, কখনও আবার তিনি একাই সময় কাটাচ্ছেন।

পিয়া ও পরমব্রতের প্রথম সন্তান আসছে আগামী জুনের প্রথম সপ্তাহে— এমনটাই জানিয়েছেন চিকিৎসক। হবু মা-বাবা কি দিন গোনা শুরু করেছেন? আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে পিয়া বলেন, “আমার থেকেও বেশি উত্তেজিত পরম। সময় পেলেই আলোচনা করে— সন্তানের জন্য কী কী কিনবে!”

তবে এখনও সন্তানকে কী নাম দেওয়া হবে, সে বিষয়ে আলোচনা শুরু হয়নি বলেই জানান তিনি। পিয়ার ভাষায়, “এত দিন কাজের ব্যস্ততায় ছিলাম। এখন ছুটি পেয়েছি, তাই পরিবার-বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছি। সাত মাসে আমার মা প্রথম সাধ খাইয়েছিলেন। দুই পরিবার থেকেই আয়োজন করে খাওয়ানো হয়েছে। এখন বন্ধুরা সাধ খাওয়াচ্ছেন। এ পর্ব ধীরে ধীরে শেষের দিকে।”

এখন তার এক মাস পুরোপুরি অবসর। সন্তানের জন্য কী কী লাগবে, তা নিয়েও পরিকল্পনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। ঘনিষ্ঠজনেরা তৈরি করে দিয়েছেন তালিকা।

সংস্কৃতিমনা দুই মানুষ— পিয়া সংগীতশিল্পী, পরমব্রত অভিনেতা ও নির্মাতা। মা সুনেত্রা ঘটকের দিক থেকে তিনি কিংবদন্তি নির্মাতা ঋত্বিক ঘটকের বংশধর। দু’জনেই গান ভালোবাসেন, পিয়া গান করেন, পরমব্রত গিটার বাজানও।

তাদের সন্তান কোন দিকে ঝুঁকবে— সংগীত না অভিনয়ে? এই প্রশ্নে হেসে পিয়া বলেন, “সন্তান সুস্থভাবে জন্মাক, আমাদের মতো সাংস্কৃতিক পরিবেশে বড় হোক— এটাই চাইছি। বড় হয়ে সে কী হবে, সেটা তো সময়ই বলে দেবে।”

আরএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
পুরো মুম্বাই দলকে জরিমানা, গুজরাটের কোচও পেলেন শাস্তি May 07, 2025
img
‘ভারতীয় কোনও বিমানকে পাকিস্তানে প্রবেশ করতে দেওয়া হয়নি’ May 07, 2025
img
ববি ভিসির বাসভবনে তালা, ২ কর্মকর্তার পদত্যাগ May 07, 2025
img
পাকিস্তানে হামলা, ভারতের বিভিন্ন প্রান্তে আনন্দ মিছিল May 07, 2025
img
জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম মাছুম May 07, 2025
img
ভারতের হামলার পরও ঠিক সময়েই হবে পিএসএল May 07, 2025
img
‘কাপুরুষের মতো কাজ, আল্লাহ পাকিস্তানকে রক্ষা করুন’ May 07, 2025
img
ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে মুখ খুললেন শচীন May 07, 2025
img
দেশের সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধির আহ্বান এনসিপির May 07, 2025
img
টেস্ট অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা দুইয়ে মিরাজ May 07, 2025