ফিফটি করে আইপিএলে ভিন্ন ভিন্ন ইতিহাস লিখলেন কোহলি-বেথেল-রোমারিও

এক ইনিংসে দেখা গেল তিন ফিফটি। আর তিনটা ফিফটিই আইপিএলে জন্ম দিল তিন ভিন্ন ইতিহাসের। চেন্নাইয়ের এম চিদাম্বারাম স্টেডিয়ামে দুর্দান্ত ব্যাটিং দিয়ে দর্শকদের মন জিতেছে স্বাগতিক রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংসের বিপক্ষে তারা তুলেছে ২১৩ রান। আর সেটা এসেছে তিন আলাদা ফিফটির কল্যাণে।
 
ওপেনিং নেমে এদিন ফিফটি করেছেন জ্যাকব বেথেল এবং বিরাট কোহলি। দুজনেই নিজ নিজ দিক থেকে রেকর্ড গড়েছেন। মাঝে তাদের উইকেটের ফলে আরসিবি'র রানের গতি কমেছিল বটে। তবে শেষে এসে রোমারিও শেফার্ডের ১৪ বলে ৫৩ রানের ইনিংস ব্যাঙ্গালুরুকে দিয়েছে বড় রানের পুঁজি। রেকর্ডের পাতায় জায়গা করে নিয়েছেন তিনিও।

ব্যাঙ্গালুরুর মাঠে এদিন সবার আগে ফিফটি করেছেন ইংল্যান্ডের জ্যাকব বেথেল। আইপিএলে এটি তার প্রথম ফিফটি আর সেটাই জায়গা করে নিল ফ্র্যাঞ্চাইজি এই লিগের রেকর্ডবুকে। আইপিএলে বিদেশি তারকাদের মধ্যে সবচেয়ে কম বয়সে ফিফটি রেকর্ড করলেন বেথেল। চেন্নাইয়ের বিপক্ষে ফিফটির দিন তার বয়স ছিল ২১ বছর ১৯২ দিন।
 
পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার ফ্রেজার ম্যাকগার্কে ২২ বছর ১দিনের মাথায় করা ফিফটি। দিল্লির জার্সিতে ম্যাকগার্কের ফিফটি ছিল লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে। এই তালিকার তিনে আছেন ২২ বছর ১২৯ দিনে ফিফটি করা শিমরান হেটমায়ার। ২০১৯ সালে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ছিল তার সেই ফিফটি।
 
বেথেলের ৩৩ বলে ৫৫ রানের ইনিংস খেলার সময়ে যোগ্য সঙ্গ দিয়েছেন বিরাট কোহলি। দুজন মিলে করেছেন এই আসরে দলের সর্বোচ্চ ৯৭ রানের জুটি। কোহলি নিজেও আজ খেলেছেন ৩৩ বলে ৬২ রানের ইনিংস। সেটাও করেছে রেকর্ড। আইপিএল ইতিহাসে কোনো নির্দিষ্ট দলের বিপক্ষে সবচেয়ে বেশি রানের রেকর্ড এখন তারই দখলে।

পাঞ্জাব কিংসের বিপক্ষে ডেভিড ওয়ার্নার পুরো ক্যারিয়ারে করেছিলেন ১ হাজার ১৩৪ রান। সেটাকে টপকে চেন্নাইয়ের বিপক্ষে বিরাট কোহলির রান এখন ১ হাজার ১৬০। এই তালিকার তিনেও আছে বিরাট কোহলির নাম। ১ হাজার ১৩০ রান তিনি করেছেন দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে।

শেষ রেকর্ডটা রোমারিও শেফার্ডের। ইনিংসের একেবারে শেষে এসে ঝড় তুলেছেন। ১৪ বলে করেছেন ফিফটি। আইপিএল ইতিহাসে বিদেশি তারকাদের মধ্যে এটাই দ্রুততম ফিফটি। যদিও রেকর্ডটা তিনি ভাগ করছেন প্যাট কামিন্সের সঙ্গে। ২০২২ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ১৪ বলেই ফিফটি করেছিলেন অস্ট্রেলিয়ার কামিন্স।

অবশ্য সামগ্রিকভাবে দ্রুততম ফিফটির তালিকায় রোমারিও শেফার্ডের ইনিংস আছে দুইয়ে। সেটাও যৌথভাবে। ২০২৩ সালে ১৩ বলে ফিফটি করেছিলেন যশস্বী জয়সওয়াল। আর ১৪ বলে ফিফটি করেছেন কেএল রাহুল, প্যাট কামিন্স এবং রোমারিও শেফার্ড। 

এমআর/এসএন


Share this news on:

সর্বশেষ

img
স্বেচ্ছায় দেশে ফেরা অভিবাসীদের ভাতা দেবে ট্রাম্প প্রশাসন May 06, 2025
img
ফিরছেন খালেদা জিয়া, দলীয় পতাকা হাতে অভ্যর্থনায় প্রস্তুত বিএনপি নেতাকর্মীরা May 06, 2025
img
বগুড়ায় প্রধান শিক্ষককে পিটিয়ে আহত করল ছাত্র May 06, 2025
img
ট্রাক্টর থেকে ছিটকে পড়ে প্রাণ গেল হেলপারের May 06, 2025
img
তাঁতীবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০ মামলায় দণ্ড ও জরিমানা May 06, 2025
img
মাদকাসক্ত ছেলেকে প্রশাসনের হাতে তুলে দিলেন বাবা-মা May 06, 2025
img
আজ দেশে ফিরছেন খালেদা জিয়া: ঢাকার যেসব রোডে চলাচল করবেন May 06, 2025
img
আজ যেসব খেলা দেখবেন টিভিপর্দায় May 06, 2025
img
চট্টগ্রামে মাটি খুঁড়তে মিলল ৬ ‘মর্টার শেল’ May 06, 2025
img
ফিরছেন খালেদা জিয়া: অভ্যর্থনাকারী ও সাংবাদিকরা গাড়ি রাখবেন যেখানে May 06, 2025