মেসি-সুয়ারেজের নৈপুণ্যে বড় জয় পেল মায়ামি

কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়ার হতাশাকে পেছনে ফেলে দারুণভাবেই ঘুরে দাঁড়িয়েছে ইন্টার মায়ামি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) ঘরের মাঠে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজদের দাপুটে পারফরম্যান্সে ৪-১ গোলের বড় জয় পেয়েছে ফ্লোরিডার ক্লাবটি।

রোববার ভোরে চেজ স্টেডিয়ামে নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধেই তিন গোল আদায় করে বৈরী পরিস্থিতির ইঙ্গিত দেয় মায়ামি। নবম মিনিটে সুয়ারেজের বাড়ানো পাস থেকে ফাফা পিকোল্ট এগিয়ে দেন স্বাগতিকদের। ৩০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মার্সেলো ওয়েগান্ডট।

৩৯তম মিনিটে গোলের খাতা খুলেন সুয়ারেজ নিজেই। বিরতির আগে তিন গোল হজম করে ব্যাকফুটে চলে যায় নিউইয়র্ক। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে বায়ার্ন মিউনিখের সাবেক ফরোয়ার্ড ম্যাক্সিম চুপো-মোটিং একটি গোল ফিরিয়ে ব্যবধান কমান।

দ্বিতীয়ার্ধে ৬৭ মিনিটে নিজের প্রতিভার নতুন করে প্রমাণ দেন আর্জেন্টাইন অধিনায়ক মেসি। সতীর্থের সঙ্গে ওয়ান-টু পাসে প্রতিপক্ষ বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ শটে জালের ঠিকানা খুঁজে নেন তিনি। ক্যারিয়ারের এটি তার ৮৫৯তম গোল।

বাকি সময়ে আর কোনো গোল না হলে ৪-১ ব্যবধানে জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি।

দিন তিনেক আগেই ঘরের মাঠে কনকাকাফ সেমিফাইনালে হারতে হয়েছিল মায়ামিকে। তবে সেই আক্ষেপ ভুলে মেজর লিগে বড় জয়ে ফিরতে পেরে খুশি কোচ হাভিয়ের মাশ্চেরানো।

এ জয়ে এমএলএসের পয়েন্ট টেবিলেও শক্ত অবস্থান ধরে রাখল ফ্লোরিডার ক্লাবটি।


এসএস/এসএন

Share this news on: