শেষ ওভারে নাটকীয় জয়, প্লে-অফের পথে বেঙ্গালুরু

সহজ ক্যাচ মিস, শেষ মুহূর্তে আয়ুশ মহাত্রের সেঞ্চুরি হাতছাড়া, আর শেষ ওভারে নো বল থেকে ছয়—সব মিলিয়ে এক দারুণ থ্রিলার উপহার দিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংস। উত্তেজনাপূর্ণ এই ম্যাচের শেষ হাসি হাসে বেঙ্গালুরু। ম্যাচ জয়ে যেমন শেষ ওভারে যশ দয়ালের ছিল বড় অবদান, তেমনি প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়তে সামনে থেকে নেতৃত্ব দেন বিরাট কোহলি ও রোমারিও শেফার্ড।

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে গতকাল (শনিবার) আগে ব্যাট করতে নেমে স্বাগতিকরা নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২১৩ রান তোলে। তাদের পক্ষে কোহলি সর্বোচ্চ ৬৩, জ্যাকব বেথেল ৫৫ এবং শেফার্ড ৫৩ করেন। লক্ষ্য তাড়ায় তরুণ ওপেনার মহাত্রের ৯৪ এবং রবীন্দ্র জাদেজার ৭৭ রানে প্রায় জয়ের দ্বারপ্রান্তেই ছিল চেন্নাই। তবে আসর থেকে ইতোমধ্যে বিদায় নিশ্চিত করা দলটির ইনিংস ২১১ রানে থামে। ফলে হার মানতে হয় ২ রানে।

টস হেরে আগে ব্যাট করতে নেমে স্বাগতিক বেঙ্গালুরুর শুরুটা ছিল আগুনে মেজাজের। দুই ওপেনার কোহলি ও বেথেল ঝড় তুলেছেন প্রতিযোগিতা করে। ৯.৫ ওভারে তাদের সেই জুটি ভাঙে বেথেলের বিদায়ে, ওই মুহূর্তে বেঙ্গালুরুর সংগ্রহ ৯৭ রান। তরুণ এই ইংলিশ ব্যাটার ৩৩ বলে ৮টি চার ও ২ ছক্কায় ৫৫ রান করেন। কিছুক্ষণ পর ব্যাকওয়ার্ড পয়েন্টে উড়িয়ে মারতে গিয়ে তালুবন্দী কোহলিও। তার ৬২ রানের ইনিংসটি সাজান ৩৩ বলে ৫টি করে চার-ছক্কায়।

মাঝে নিয়মিত বিরতিতে তিনটি উইকেট হারিয়ে বড় লক্ষ্য গড়ার পথে শঙ্কায় পড়ে বেঙ্গালুরু। একে একে ফেরেন দেবদূত পাডিক্কাল (১৭), জিতেশ শর্মা (১১) ও অধিনায়ক রজত পাতিদার (৭)। শঙ্কা ছাপিয়ে একপ্রান্তে ঝড় তোলেন ওয়েস্ট ইন্ডিজের রোমারিও শেফার্ড। আইপিএলের দ্বিতীয় দ্রুততম ফিফটি তুলে নেন মাত্র ১৪ বলে। ৪টি চার ও ৬ ছক্কায় তিনি ৫৩ রান করেন। ফলে ২১৩ রানের বড় পুঁজি পেয়ে যায় বেঙ্গালুরু। চেন্নাইয়ের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন মাথিশা পাথিরানা।

লক্ষ্য তাড়ায় উড়ন্ত শুরুই করেছিল চেন্নাই। যদিও শায়েক রশিদ ঠিক সঙ্গ দিতে পারেননি আয়ুশ মহাত্রেকে। রশিদ ১৪ এবং তার পরই ৫ রানে আউট স্যাম কারান। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ১১৪ রানের জুটি গড়েন মহাত্রে ও জাদেজা। সহজ ক্যাচ হাতছাড়া হওয়ায় দ্বিতীয় জীবন পেলেও অবশ্য মহাত্রে প্রথম আইপিএল সেঞ্চুরিটি পাননি। তার ইনিংসটি থামে ৬ রানের (৯৪) আক্ষেপ নিয়ে। তিনি ৪৮ বলের ইনিংস সাজান ৯টি চার ও ৫ ছক্কায়। শেষ পর্যন্ত অপরাজেয় লড়াই চালানো জাদেজার ব্যাটে আসে ৭৭ রান। ৪৫ বলে তিনি ৮টি চার ও ২টি ছক্কা হাঁকিয়েছেন।

শেষ ওভারে জিততে চেন্নাইয়ের প্রয়োজন ছিল ১৫ রান। দারুণ দুটি লো ফুল টসে ২ রান দিয়ে তৃতীয় বলেই মহেন্দ্র সিং ধোনিকে (১২) ফেরান দয়াল। বেঙ্গালুরুর হার প্রায় নিশ্চিত হয়ে পড়েছিল তখন। তবে সেই সমীকরণ পাল্টাতে সময় লাগেনি। পরের ডেলিভারিতেই হাই-নো বলে ছয় হাঁকান শিভাম দুবে। তবে ফ্রি-হিট কাজে লাগাতে পারেননি। কিন্তু নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ দুই বলে ২টি সিঙ্গেলের বেশি দেননি দয়াল। এর আগে ১৮তম ওভারে মাত্র ৬ রান দিয়ে চেন্নাইকে প্রথম দফায় হারান লেগস্পিনার সুয়াশ শর্মা। শেষ পর্যন্ত আইপিএলের সফল দলটিও হারে ২ রানের ব্যবধানে। বেঙ্গালুরুর পক্ষে ৩ উইকেট নেন লুঙ্গি এনগিডি।

১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে আবারও আইপিএলের শীর্ষে উঠল বেঙ্গালুরু। কার্যত কোহলি-পাতিদারদের প্লে-অফ প্রায় নিশ্চিত। তবে কিছু খাতা-কলমের হিসাব বাকি। সমান ১৪ পয়েন্ট নিয়ে এর পরের দুই স্থানে মুম্বাই ইন্ডিয়ান্স ও গুজরাট টাইটান্স। ইতোমধ্যে বিদায় নিশ্চিত হয়েছে চেন্নাই ও রাজস্থান রয়্যালসের।

আরএম/এসএন 


Share this news on:

সর্বশেষ

img
গাবতলী হাটের ইজারা সংক্রান্ত ভুল, অনুসন্ধানে কমিটি গঠনের নির্দেশ May 04, 2025
img
খালেদা জিয়া ফিরছেন ৬ মে, নেতাকর্মীদের উদ্দেশ্যে নির্দেশনা May 04, 2025
img
উপদেষ্টাদের ৩ এপিএস-পিওর বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত দুদকের May 04, 2025
img
অক্ষয়ের কারণেই অভিনয় ছাড়েন আসিন, জানালেন অভিনেত্রীর স্বামী May 04, 2025
img
রোহিঙ্গা প্রত্যাবাসন এখনই কেন সম্ভব নয়, জানালেন উপদেষ্টা May 04, 2025
আমার মা চা শ্রমিক, বিসিএস এখন আমার দু:স্বপ্ন May 04, 2025
img
আইপিএলে ম্যাক্সওয়েলের ‘রিপ্লেসমেন্ট’ পিএসএলের বদলি খেলোয়াড় May 04, 2025
img
পোপ সেজে ছবি পোস্ট করায় সমালোচনার মুখে ট্রাম্প May 04, 2025
img
এবার ঐশ্বরিয়ার সঙ্গে আলিয়া May 04, 2025
ফেসবুক পেজ হ্যাক! যা বলছে পররাষ্ট্র মন্ত্রণালয় May 04, 2025