ব্রাজিল না রিয়াল? ২৫ মে’র আগে মুখ খুলছেন না আনচেলত্তি

রিয়াল মাদ্রিদে কার্লো আনচেলত্তির সম্ভাব্য বিদায়ের গুঞ্জন দিন দিন জোরালো হচ্ছে। একই সঙ্গে আলোচনা চলছে তার ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেওয়ার বিষয়েও। তবে এসব গুঞ্জন নিয়ে এখনই কিছু বলতে নারাজ এই ইতালিয়ান কোচ। লা লিগা শেষ হওয়ার আগে নিজের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় যেতে চান না তিনি।

শনিবার বার্সেলোনা জয় পাওয়ায় পয়েন্ট ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ৭-এ। আজ (রবিবার) সেল্তা ভিগোর বিপক্ষে জয় ছাড়া কোনো বিকল্প নেই রিয়ালের সামনে। কারণ, পাঁচ রাউন্ড বাকি থাকতে বার্সা শীর্ষে ৭৬ পয়েন্টে, রিয়াল আছে ৭২ পয়েন্টে।

চলতি মৌসুমের শুরুতে তিনটি শিরোপার লড়াইয়ে ছিল রিয়াল। তবে মাত্র ১০ দিনের ব্যবধানে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় ও কোপা দেল রে'র ফাইনালে হারের পর জোর গুঞ্জন ওঠে, মৌসুম শেষেই আনচেলত্তিকে বিদায় জানাবে ক্লাব। এর মধ্যে গ্রীষ্মের ক্লাব বিশ্বকাপ শুরুর আগেই তাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনার খবরও প্রকাশ করেছে স্প্যানিশ গণমাধ্যমগুলো।

তবে এ নিয়ে প্রশ্ন করা হলে আনচেলত্তি বলেন,
“এই ক্লাব, খেলোয়াড় ও সমর্থকদের প্রতি আমার অনেক ভালোবাসা ও সম্মান আছে। আমি আমার ভবিষ্যৎ নিয়ে ২৫ মে’র আগে কিছু বলতে চাই না। এখন আমাদের লক্ষ্য মৌসুম শেষ পর্যন্ত লড়াই করে যাওয়া।”

রিয়ালের হয়ে দুটি মেয়াদে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ, দুটি লা লিগাসহ বহু শিরোপা জিতেছেন আনচেলত্তি। তবে এবার তার ভবিষ্যৎ অনিশ্চিত, যা নির্ভর করছে লিগে শেষ পর্যন্ত দল কেমন করে, তার ওপরও।


এসএস/এসএন

Share this news on: