আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলতে রাজশাহীর পথে আকবর-রবিনরা

দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল আগামীকাল (সোমবার) বাংলাদেশ সফরে আসছে। সফর সামনে রেখে বাংলাদেশ ইমার্জিং দল আগেই ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলটির হয়ে খেলবেন আকবর আলি, মাহফিজুল ইসলাম রবিন ও মারুফ মৃধার মতো উদীয়মান তারকারা।

সফরকালে দুই দল তিনটি ওয়ানডে ও দুটি চারদিনের ম্যাচে মুখোমুখি হবে। ওয়ানডে ম্যাচগুলো হবে রাজশাহীতে এবং চারদিনের ম্যাচ দুটি আয়োজন করা হবে চট্টগ্রাম ও ঢাকায়।

এরই মধ্যে আজ (রোববার) সকালে মিরপুর থেকে রাজশাহীর উদ্দেশে রওনা হয়েছে বাংলাদেশ ইমার্জিং দল।

সিরিজ সূচি: প্রথম ওয়ানডে: ১২ মে, রাজশাহী, দ্বিতীয় ওয়ানডে: ১৪ মে, রাজশাহী, তৃতীয় ওয়ানডে: ১৬ মে, রাজশাহী, প্রথম চারদিনের ম্যাচ: ২০ মে, চট্টগ্রাম, দ্বিতীয় চারদিনের ম্যাচ: ২৭ মে, ঢাকা।

বাংলাদেশ ইমার্জিং স্কোয়াড:
জিসান আলম, মাহফিজুল ইসলাম রবিন, রায়ান রাফসান, আহরার আমিন পিয়ান, আরিফুল ইসলাম, আকবর আলি, প্রিতম কুমার, শেখ পারভেজ জীবন, ওয়াসি সিদ্দিকী, মাহফুজুর রহমান রাব্বি, রাকিবুল হাসান, তোফায়েল আহমেদ, আসাদুজ্জামান পায়েল, মারুফ মৃধা ও রিপন মন্ডল।

এসএস/এসএন

Share this news on: