পানি কখনো মারণাস্ত্র হতে পারে না, যুদ্ধাস্ত্র হতে পারে না : মির্জা আব্বাস

ভারত পানিকে মারণাস্ত্র-যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।রোববার (৪ মে) বিকেলে তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও অবিলম্বে মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে অনুষ্ঠিত গণপদযাত্রা পূর্ব গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
মির্জা আব্বাস বলেন, ‘পানি কখনো মারণাস্ত্র হতে পারে না, পানি কখনো যুদ্ধাস্ত্র হতে পারে না। সারা বিশ্বের মধ্যে একমাত্র ভারত দেখিয়ে দিলো পানিকে তারা মারণাস্ত্র হিসেবে ব্যবহার করেছে। পানিকে তারা যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করেছে। কতটুকু অমানবিক হলে তারা এ কাজ করতে পারে!’
তিনি বলেন, ‘শুধু তিস্তা নয়, আজ সারাদেশের ৫৪টি অভিন্ন নদীর পানি বন্ধ করে দেওয়া হয়েছে। আমি বিশ্বাস করি, আমাদের এই দাবি, তিস্তার ন্যায্য হিস্যা ইনশাআল্লাহ আমরা আদায় করে ছাড়বো।’
 
‘আমরা বকশিশ চাই না, আমরা ভিক্ষা চাই না’ মন্তব্য করে মির্জা আব্বাস বলেন, ‘আমরা হিসাবের পাওনা চাই। আমাদের পাওনা দিতে হবে। আজ না হোক কাল, কাল না হয় পরশু। যে আন্দোলন শুরু হয়েছে, সেই আন্দোলন আর থামবে না। শুধু আমরা একটা সরকারের অপেক্ষায় আছি। যে সরকার আমাদের দেশের মানুষের কথা বলবে, মানুষের মনের ভাষা বুঝতে পারবে। যে সরকার মানুষের দাবি পূরণের ক্ষমতা রাখবে। কিছুদিন আগে যেই সরকার ছিল তারা কখনোই এই দাবি দাওয়া পূরণের সক্ষমতা রাখতো না।’
 
গণপদযাত্রায় বিএনপির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এসময় রংপুর মহানগরসহ বিএনপির বিভিন্ন জেলা ইউনিটের নেতারা বক্তব্য দেন।
 
বেলা সাড়ে ৫টার দিকে নগরীর শাপলা চত্বর থেকে গণপদযাত্রা শুরু হয়। প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসির মোড়ে গিয়ে শেষ হয় কর্মসূচি।পানি সংকট, নদীভাঙন ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় উত্তরবঙ্গবাসীর প্রাণের দাবি তিস্তা রক্ষায় রোববার দুপুর থেকে বিভাগের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, কৃষক সংগঠন, শ্রমজীবী মানুষ, পরিবেশবাদী সংগঠন এবং সাধারণ নাগরিকরা স্বতঃস্ফূর্তভাবে শাপলা চত্বরে সমবেত হতে থাকেন।

তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে এরআগে গত ১৭ ও ১৮ ফেব্রুয়ারি রংপুর বিভাগের পাঁচ জেলার তিস্তা নদীর ১১টি পয়েন্টে টানা ৪৮ ঘণ্টার কর্মসূচি পালন করা হয়। 

এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

img
হাসনাতের ওপর হামলার ঘটনায় অপরাধীদের গ্রেপ্তারে এনসিপির ২৪ ঘণ্টার আলটিমেটাম May 05, 2025
img
ছোট ছেলের ইমামতিতে ব্যারিস্টার রাজ্জাকের প্রথম জানাজা অনুষ্ঠিত, দ্বিতীয় জানাজা সকালে May 05, 2025
img
জমি নিয়ে বিরোধের জেরে দুলাভাইকে হত্যার ঘটনায় শ্যালকের কারাদণ্ড May 05, 2025
img
বাংলাদেশের নির্বাচন নিয়ে সবার একটা আগ্রহ আছে, নির্বাচন কবে জানতে চেয়েছে জাপানও : আমীর খসরু May 05, 2025
img
ওটিটিতে রাজত্ব করছে যেসব ছবি-সিরিজ May 05, 2025
img
নিউইয়র্কে ইতিহাস গড়তে হাজির হলেন কিং খান May 05, 2025
img
তৃতীয়বার প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা প্রসঙ্গে যা বললেন ট্রাম্প May 05, 2025
img
এক টিভি চ্যানেল মাহফুজ আলমকে ১৩ হাজার টাকা বেতন প্রস্তাব করেছিল May 05, 2025
img
আ.লীগ কার্যালয় মাদক ও দেহব্যবসার আখড়ায় রূপ নেওয়ার অভিযোগ May 05, 2025
হাসনাতের ঘটনায় ২৪ ঘন্টার আল্টিমেটাম এনসিপির! May 05, 2025