ক্লাসে ফেরেননি কুয়েটের শিক্ষকরা, বৈঠকে হবে সিদ্ধান্ত

সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী রোববার (৪ মে) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ক্লাস শুরুর কথা থাকলেও লাঞ্ছিতকারীদের বিচার না হওয়ায় সোমবার (৫ মে) ক্লাসে আসেননি শিক্ষকরা।

এমন পরিস্থিতিতে কুয়েটের নবনিযুক্ত অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক ড. মো. হযরত আলী সোমবার সকাল ১০টায় অডিটোরিয়ামে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করবেন। এই সংবাদ লেখা পর্যন্ত (সোয়া দশটা) বৈঠকের প্রস্তুতি চলছিল। সভায় পরবর্তী করণীয় বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, এ দুটি বৈঠকের পর হয়তো সিদ্ধান্ত হতে পারে কবে নাগাদ শুরু হবে একাডেমিক কার্যক্রম।

শিক্ষকরা জানান, গত ১৮ ফেব্রুয়ারি সংঘর্ষে কুয়েটের অনেক শিক্ষার্থী আহত হয়। ওই দিন বিকেল থেকে পরদিন বিকেল পর্যন্ত কুয়েটের মেডিকেল সেন্টারে বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদকে অবরুদ্ধ করে রাখে কিছু শিক্ষার্থী। তারা বিদায়ী উপাচার্যসহ কয়েকজন শিক্ষককে মারধর ও লাঞ্ছিত করে। পরবর্তীতে গত ২ মাসে আন্দোলন চলাকালে কিছু সংখ্যক শিক্ষার্থী শিক্ষকদের নিয়ে কটূক্তি করে। এ নিয়ে শিক্ষকরা ক্ষুব্ধ।

লাঞ্ছিতকারীদের বিচারের দাবি জানিয়েছিলেন তারা।

আর শিক্ষার্থীরা বলছেন ভুল-ত্রুটির জন্য শিক্ষকদের কাছে ক্ষমা চেয়েছেন তারা। শিক্ষকরা ক্ষমার দৃষ্টিতে বিষয়গুলো দেখে শ্রেণিকক্ষে ফিরবেন বলে প্রত্যাশা তাদের। একই সাথে নতুন তদন্ত কমিটি গঠনের মাধ্যমে বিভিন্ন ঘটনার বিচার চেয়েছেন তারাও।

এসএন 

Share this news on:

সর্বশেষ