অধিনায়ক হিসেবে চার ম্যাচের তিনটিতে জয়,ব্যাট হাতে ফ্লপ লিটন

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত টাইগারদের সংক্ষিপ্ত সংস্করণের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন লিটন কুমার দাস। অধিনায়ক হিসেবে চার ম্যাচের তিনটিতে বাংলাদেশকে জয় এনে দিলেও, ব্যাট হাতে একেবারেই ফ্লপ এলকেডি। সাম্প্রতিক ছন্দ আর অধিনায়ক হিসেবে লিটনের পরিসংখ্যান হতাশ করবে যে কাউকে। এখন পর্যন্ত চার ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করে রান করেছেন মোটে ১৭। রান। বাজে সময় পার করে এবার লম্বা সময়ের এই অধিনায়কত্ব রাঙাতে পারবেন তো লিটন?
 
টি টোয়েন্টি থেকে শান্তর অধিনায়কত্ব ছাড়ার পর থেকেই আলোচনায় কে হবেন সংক্ষিপ্ত সংস্করণে টাইগারদের ক্যাপ্টেন। ঘুরে ফিরে আসছিলো লিটন ও তাসকিনের নাম। শেষ পর্যন্ত পূর্ণ মেয়াদে দায়িত্বটা পেলেন টাইগার ওপেনার।

তবে বেশ কিছুদিন ধরেই সময়টা ভালো যাচ্ছে না লিটনের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে তার নেতৃত্ব প্রশংসিত হলেও, ব্যাটে রান ছিলো না। টি-টোয়েন্টি আর ওয়ানডেতে ভালো ছন্দে না থাকায় বাদ পরেন চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে। এরপর পিএসএল পর্ব। ভাগ্যটা এখানেও সায় দিলো না টাইগার ওপেনারের। পাকিস্তান সুপার লিগে করাচি কিংসের হয়ে মাঠে নামার আগেই ইনজুরির থাবা।
 
তবে অধিনায়কের নাম ঘোষনার দিনই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় লিটনের পুনর্বাসনের ছবি। হাস্যজ্জ্বল লিটন প্রস্তুত হচ্ছেন আসন্ন দুই সিরিজের জন্য। তবে প্রশ্ন থেকেই যায়, ব্যাট হাতে প্রত্যাশা কতটা পূরণ করতে পারবেন লিটন? টি-টোয়েন্টিতে এই ওপেনারের সাম্প্রতিক পারফরম্যান্সের দিকে চোখ রাখলে হতাশ হতে হবে যে কাউকে। অধিনায়কের দায়িত্ব পালনকালে ব্যাট হাতে একেবারেই ফ্লপ এলকেডি।

এখন পর্যন্ত চার ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন লিটন কুমার দাস। চার ম্যাচেই ব্যাটিংয়ে নেমে তার ঝুলিতে আছে মাত্র ১৭ রান। এই চারটির সবকটিই ছিলো দেশের বাইরে খেলা ম্যাচ। ২০২১ এ অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে অভিষেক হয় লিটনের। সেই ম্যাচেই অপ্রত্যাশিতভাবে শূণ্য রানে মাঠ ছাড়েন এই টাইগার ব্যাটার।
 
তিন বছর পর নাজমুল হোসেন শান্তর নেতৃত্ব ছাড়ার পর আবারও ক্যাপ্টেন্সি নিয়ে ২০২৪ এ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমে সেই একই চিত্র। তিন ম্যাচে মাত্র ১৭ রান করে আবারও ভক্তদের হতাশ করেন তিনি। ব্যাট হাতে নিজে পারফর্ম করতে না পারলেও, লিটনের নেতৃত্বে চার ম্যাচের তিনটিতেই জয় পেয়েছে বাংলাদেশ।

এবারও দেশের বাইরে সিরিজ দিয়ে শুরু হবে লিটনের অধিনায়ক হিসেবে যাত্রা। চলতি বছর আছে বেশ কিছু দ্বিপাক্ষিক সিরিজ ও এশিয়া কাপ। আগামী বছর টি-২০ বিশ্বকাপ। লিটনের সঙ্গে দলেরও ভাগ্য ফিরবে এই ফরম্যাটে, সেই প্রত্যাশাই সবার।

এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ