৪৩ বছরেও আইপিএল খেলার স্বপ্ন দেখেন রাসেল

আন্দ্রে রাসেল একসময় কেকেআরের অটো-ম্যাচ উইনার ছিলেন। ছক্কা হাঁকালেই ম্যাচ, মাঠে নামলেই ভয়—সেই পরিচিত রাসেল ম্যাজিক। কিন্তু গত কয়েক বছর ধরে? চোট, অফ-ফর্ম, মাঝেমধ্যে ছোট একটা ঝলক ব্যস! তারমধ্যেই কেকেআর তাকে বুকের মধ্যে আগলে রেখেছে, যেন পুরোনো দিনের কোনো ট্রফি। কবে শেষ বড় ইনিংস খেলেছিলেন রাসেল? রবিবার ইডেনে।

রাজস্থানের বিরুদ্ধে তুলনামূলকভাবে উপরে ব্যাটিংয়ে নেমে ২৫ বলে ৫৭ রানে অপরাজিত থাকলেন। দারুণ! ৪টা চার, ৬টা ছক্কা, স্ট্রাইক রেট আগুন। আর তাতেই কেকেআর পৌঁছল ২০০ রানের গণ্ডি ছুঁয়ে। জয় এল মাত্র ১ রানে।নিঃসন্দেহে রাসেল-ম্যাজিকের রাত ছিল এটা।

এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ