বিশ্ব ফ্যাশনের রাজসভা — মেট গালা, যেখানে জড়ো হন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তারকারা। তবে এই জাঁকজমকপূর্ণ ইভেন্টে শুধু গ্ল্যামারই নয়, রয়েছে একাধিক কঠোর নিয়মকানুন। শাহরুখ খান থেকে প্রিয়াঙ্কা চোপড়া যত বড় তারকাই হোন না কেন, এই নিয়ম না মানলে মেট গালার লাল গালিচায় তাদের পদার্পণ অসম্ভব।
ভোগ (Vogue)-এর প্রধান সম্পাদক এবং মেট গালার প্রধান আয়োজক আনা উইন্টুর এবারও নিশ্চিত করেছেন যে অতিথিদের জন্য থাকবে নির্দিষ্ট আচরণবিধি, পোশাক অনুমোদন, এবং একাধিক নিষেধাজ্ঞা। ২০২৫ সালের মেট গালাকে সামনে রেখে জানা গেছে এমন কিছু শর্ত, যা ইতোমধ্যেই চমকে দিয়েছে ভক্তদের।
মোবাইল ফোন ও সেলফি নিষিদ্ধ : মেট গালায় অংশগ্রহণকারী তারকাদের মোবাইল ফোন ব্যবহার একেবারেই নিষিদ্ধ। সেলফি তোলা বা ভিডিও রেকর্ড করাও নিষেধ। অনুষ্ঠানস্থলে ব্যক্তিগত মুহূর্তের গোপনীয়তা বজায় রাখতেই এই নিয়ম। অতীতে কিছু তারকা গোপনে রেস্টরুমে সেলফি তুললেও তা কড়া সমালোচনার মুখে পড়েছে।
খাবারে পেঁয়াজ-রসুন নিষিদ্ধ : ডিনার মেনু থেকেও বাদ দেওয়া হয়েছে কিছু উপাদান। পেঁয়াজ ও রসুন ব্যবহার করা নিষিদ্ধ, যাতে অতিথিদের নিঃশ্বাসে গন্ধ না থাকে এবং কথোপকথনের সময় অস্বস্তি না হয়। পোশাকের নিরাপত্তা ও সৌন্দর্য রক্ষার্থে বাদ পড়েছে ব্রুশেটার মতো ঝুঁকিপূর্ণ খাবারও।
ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ : ইভেন্ট চলাকালীন ধূমপান কঠোরভাবে নিষিদ্ধ। পোশাকের সঙ্গে আগুনের ঝুঁকি, পরিবেশের ভাবমূর্তি রক্ষা এবং অতিথিদের নিরাপত্তার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আয়োজকরা স্পষ্ট করে দিয়েছেন, ধূমপান করলে ভবিষ্যতে মেট গালায় প্রবেশের দরজা চিরতরে বন্ধ হয়ে যেতে পারে।
প্রবেশ টিকিট ও ব্যয় : মেট গালায় প্রবেশের জন্য কেবল আমন্ত্রণপত্র থাকলেই হবে না, বরং গুনতে হবে মোটা অঙ্কের অর্থ। একেকটি সিটের জন্য খরচ পড়বে প্রায় ৭৫ হাজার মার্কিন ডলার। পুরো একটি টেবিল বুক করতে চাইলে গুনতে হবে ৩.৫ লাখ ডলার।
বসার পরিকল্পনা : মেট গালার বিশেষত্ব এর নিখুঁত বসার পরিকল্পনাতেও। স্বামী-স্ত্রী কিংবা ঘনিষ্ঠরা একসঙ্গে বসবেন না—এই নিয়মের উদ্দেশ্য হচ্ছে অতিথিদের মধ্যে নতুন সংযোগ সৃষ্টি ও আলাপচারিতা বাড়ানো। ভোগের স্পেশাল প্রজেক্টস ডিরেক্টর ওয়ার্ড ডুরেট নিশ্চিত করেছেন, প্রতিটি আসনের পেছনেই রয়েছে সূক্ষ্ম পরিকল্পনা।
পোশাক অনুমোদনের শর্ত : পরার জন্য পোশাকও পাস করতে হবে নির্দিষ্ট মানদণ্ডে। ভোগ সম্পাদক আনা উইন্টুর নিজ হাতে প্রতিটি পোশাক অনুমোদন দেন। এ অনুমোদনপ্রাপ্ত পোশাককে বলা হয় ‘AWOK’ বা Anna Wintour OK যা ছাড়া কেউ এই গালা ফ্লোরে প্রবেশ করতে পারেন না।
প্রসঙ্গত, মেট গালা কেবল একটি ফ্যাশন শো নয়, এটি হলো স্টাইল, নান্দনিকতা ও নিয়মানুবর্তিতার অপূর্ব মিশেল। যেখানে অংশ নিতে গেলে তারকাদেরও মেনে চলতে হয় নির্দিষ্ট শৃঙ্খলা। এবারের গালায় নতুন নিয়ম যেমন কড়াকড়ি এনেছে, তেমনি দর্শকদের কৌতূহলও বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
এমআর/টিএ