রুয়েটে সাইবার ক্রাইমবিষয়ক সচেতনতামূলক সেমিনার

ইন্টারনেটের ব্যবহার যেমন আমাদের জীবনকে সহজ করেছে তেমনিভাবে ইন্টারনেট ব্যবহার করে অপরাধও ঘটছে প্রতিদিন। ডিজিটাল এই দুনিয়ায় অনেকেই সাইবার অপরাধের শিকার হয়ে থাকেন।

ইন্টারনেট ব্যবহার এর সময় কিভাবে নিজেকে নিরাপদ রাখা যায় সে সম্পর্কে অর্থাৎ সাইবার সিকিউরিটি সম্পর্কে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে এবং "সাইবার নিরাপত্তা" নিয়ে কাজ করে এমন সব প্রতিষ্ঠানে কীভাবে নিজেদের ক্যারিয়ার গড়া যায় সে বিষয়ে শিক্ষার্থীদের জানাতে গত ২৯ নভেম্বর রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ অনুষ্ঠিত হয় "Cyber Crime Awareness & Career Dialogue" শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

Cyber Crime Awareness Foundation এর উদ্যোগে রুয়েট ক্যারিয়ার ফোরামের আয়োজনে এটি অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে সাইবার সিকিউরিটি ও ডিজিটাল ফরেনসিক বিশ্লেষক জনাব মেহেদি হাসান, প্রতিষ্ঠাতা ও সভাপতি জনাব কাজী মুস্তাফিজ এবং সাধারণ সম্পাদক জনাব আব্দুল্লাহ হাসান প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠান শেষে সকলকে সার্টিফিকেট প্রদান করা হয়।

 

টাইমস/পিআর

Share this news on: