অপেক্ষার প্রহর ফুরাচ্ছে, সাজানো হচ্ছে ‘ফিরোজা’র আঙিনা

চারমাসের মতো সময় দেশের বাইরে উন্নত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কয়েক বছর শারীরিক অসুস্থতা নিয়ে রাজধানীর গুলশানের ‘ফিরোজা’ আর এভারকেয়ার হাসপাতালে আসা যাওয়া ছিলো সাবেক এই প্রধানমন্ত্রীর। তবে এবার লম্বা সময় থাকতে হয়েছে দেশের বাইরে। ফলে গুলশানের বাসাতে বিরাজ করেছে শুনশান নীরবতা।

মঙ্গলবার (৬ মে) সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি ফিরোজায় ফিরবেন খালেদা জিয়া।

সোমবার (৫ মে) লন্ডনের স্থানীয় সময় বিকেল সোয়া ৪টায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে’ করে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন খালেদা জিয়া।

ইতোমধ্যে খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’ পুরোপুরি প্রস্তুত করা হয়েছে। বাড়ির সামনের সবুজ আঙিনা সাজানো হয়েছে ফুল গাছের টব দিয়ে। ভেতরের কক্ষগুলোও পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, ম্যাডামের বাসা কমপ্লিটলি রেডি। বিদ্যুৎ, গ্যাস, ওয়াসা, বাসার আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্নতা, সাজসজ্জা কোনো কিছুই বাদ নেই। ম্যাডামের স্বজনরা সব কিছু তদারকি করছেন। এখন আমরা সবাই ম্যাডামের অপেক্ষায় আছি।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সব প্রস্তুতি সম্পন্ন।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ম্যাডাম মঙ্গলবার সকাল ১০টার পর কাতার রয়েল অ্যাম্বুলেন্সের বিমানযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। আমরা আশা করছি, তিনি সময়মতো পৌঁছাবেন।

খালেদা জিয়ার সঙ্গে জিয়া পরিবারের দু্ই সদস্য তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি ঢাকায় আসছেন। জুবাইদা রহমান তার বাবার বাসা ধানমন্ডির ‘মাহবুব ভবনে’ উঠবেন বলে জানা গেছে। ছোট পুত্রবধূ ফিরোজাতেই থাকবেন।

নেতাকর্মীদের অপেক্ষা, আছে ভোগান্তির শঙ্কা

এদিকে দলীয় প্রধানের সুস্থ হয়ে দেশে ফেরা নিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে স্বস্তি বিরাজ করছে। যে কারণে তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে কর্মদিবসে দিনের প্রথম প্রহরে বিপুল পরিমাণ নেতাকর্মী উপস্থিত হলে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হবে এই আশঙ্কা দেখা দিয়েছে।

যে কারণে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে রাস্তায় ভিড় না করতে নেতাকর্মীদের প্রতি অনুরোধ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর।

অন্যদিকে আগামীকাল সড়কে ভোগান্তির বিষয়টি চিন্তা করে নগরবাসীর উদ্দেশে ১০টি বিশেষ নির্দেশনা দিয়ে বার্তা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মির্জা ফখরুল বলেন, আমাদের দলের তরফ থেকে একটা আবেদন আছে যে, কাল এসএসসি পরীক্ষা আছে। যেহেতু ঢাকা বিমানবন্দর থেকে কাকলী দিয়ে ম্যাডাম গুলশানের বাসায় যাবেন। আমি সকলকে অনুরোধ করতে চাই, রাস্তার ওপরে যেন কেউ না দাঁড়ায়। যারা অভ্যর্থনা জানাবেন তারা ফুটপাতে দাঁড়িয়ে যেন ম্যাডামকে অভ্যর্থনা জানান। দলের নেতাকর্মীরা যাতে জাতীয় ও বিএনপির পতাকা হাতে নিয়ে ম্যাডামকে অভ্যর্থনা জানায় আমরা এমন নির্দেশনা দিয়েছি।

তিনি আরও বলেন, আমি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের কাছে আবেদন রাখতে চাই, কেউ যেন রাস্তায় না দাঁড়ান, ট্রাফিক বিঘ্নিত না করেন, পরীক্ষার্থীরা কেন্দ্রে যেতে যেন বাধার সম্মুখীন না হয় সেই ব্যাপারে সকলকে নজর রাখতে হবে। আমরা সবাই মিলে যথাসাধ্য চেষ্টা করব যাতে পরীক্ষার্থীদের কেন্দ্র যেতে কোনো অসুবিধা না হয়।

গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে যান খালেদা জিয়া। সেখানে লন্ডন ক্লিনিকে ভর্তি হন সাবেক প্রধানমন্ত্রী। টানা ১৭ দিন লন্ডন ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন ছিলেন। পরে ২৫ জানুয়ারি খালেদা জিয়াকে তারেক রহমানের বাসায় নিয়ে যাওয়া হয় এবং সেখানেই এতদিন চিকিৎসাধীন ছিলেন।

বিএনপির চেয়ারপাসন ২০১৮ সালে তৎকালীন শেখ হাসিনা সরকারের আমলে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় গ্রেফতার হয়ে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। কোভিড-১৯ মহামারির সময় সরকার তাকে বিশেষ বিবেচনায় কারামুক্তি দেয়। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান। এরপর দুর্নীতির যে দুটি মামলায় তিনি কারাবন্দি ছিলেন, সেগুলোর রায় বাতিল করেন আদালত। এতে তার বিদেশ যাওয়ার পথ সুগম হয়।

এসএম/এসএন

Share this news on:

সর্বশেষ

img
সরকারি অফিসে কেন ঘুষ দিয়ে কাজ করাতে হবে?: তাসনিম জারা Jul 07, 2025
img
ইংল্যান্ডকে হারিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন গিল Jul 07, 2025
img
মাস্কের আমেরিকা পার্টিকে ‘হাস্যকর’ বললেন ট্রাম্প Jul 07, 2025
img
দেশে মবের কোনো বিচার হচ্ছে না : মাসুদ কামাল Jul 07, 2025
img
ফের পাকিস্তানি তারকাদের নিয়ে কঠোর অবস্থানে ভারত Jul 07, 2025
img
৫ মাস পর জাতীয় নির্বাচন হবে ধরে নিয়ে প্রস্তুতি নিচ্ছে পুলিশ : স্বরাষ্ট্র উপদেষ্টা Jul 07, 2025
img
বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর কুয়েত সিটি, ঢাকার অবস্থান ২৬তম Jul 07, 2025
img
গাজা ইসরায়েলি বিমান হামলায় প্রাণ গেল আরও ৮১ জনের Jul 07, 2025
img
দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল Jul 07, 2025
img
দুপুরের মধ্যে দেশের ৭ জেলায় ৬০ কি.মি. বেগে ঝড়ের পূর্বাভাস Jul 07, 2025
আ.লীগের নাম, তার ইতিহাস, তার অবদান ভুলে যাওয়া সম্ভব নয়: রনি Jul 07, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Jul 07, 2025
সীমান্তে দাদাদের বাহাদুরির দিন শেষ মন্তব্য নাহিদের Jul 07, 2025
img
টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮২, নিখোঁজ ৪১ Jul 07, 2025
img
আজ ঢাকার যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে Jul 07, 2025
‘সীমান্তে অনেক বাহাদুরি হয়েছে দাদাদের, সেই দিন শেষ’ Jul 07, 2025
img
‘আমরা আপনাদের নিরাশ করব না, বাংলাদেশকে বিশ্বমঞ্চে নিয়ে যেতে চাই’ সংবর্ধনায় ঋতুপর্ণা-আফঈদার প্রতিশ্রুতি Jul 07, 2025
img
নারী ফুটবলারদের সম্মানে মধ্যরাতে সংবর্ধনা দিল বাফুফে Jul 07, 2025
img
বিএনপির দুইপক্ষের অস্থিরতা, চিলমারীতে পুলিশের টহল জোরদার Jul 07, 2025
img
স্মৃতির ওজন নিয়ে রাম কাপুরের মন্তব্যে তীব্র বিতর্ক Jul 07, 2025