খালেদা জিয়ার প্রটোকল বহরে হিটস্ট্রোকে অসুস্থ জবি ছাত্রদল নেতা

বেগম খালেদা জিয়ার দেশে ফেরার খবরে প্রটোকল বহরে অংশ নিতে গিয়ে হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের নেতা আজিজুর রহমান। তিনি জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

মঙ্গলবার রাজধানীর হোটেল লা মেরিডিয়ান এলাকায় প্রটোকল বহরে অংশ নেওয়ার সময় প্রচণ্ড গরমে তিনি হিটস্ট্রোকে আক্রান্ত হন। পরে দলীয় নেতাকর্মীরা তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।

জবি ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন জানান, “দেশনেত্রী দেশে ফিরবেন শুনে আজিজুর সারা রাত না ঘুমিয়ে প্রোগ্রামে আসে। প্রচণ্ড গরমের কারণে সে হিটস্ট্রোকে আক্রান্ত হয়। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে পাঠানো হয় এবং চিকিৎসার ব্যবস্থা করা হয়।” বর্তমানে আজিজুর রহমান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


এসএস/টিএ

Share this news on: