চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

চেক ডিজঅনার সংক্রান্ত এক মামলায় নির্মাতা চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার (৬ মে) ঢাকার সপ্তম যুগ্ম মহানগর দায়রা জজ মো. বুলবুল ইসলামের আদালত এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী আব্দুস সালাম হিমেল।

আদালত সূত্রে জানা গেছে, মামলার বাদী প্রযোজক রাশেদুল ইসলাম রিয়াজের জেরার জন্য দিন ধার্য ছিল। তবে নির্ধারিত দিনে চয়নিকা চৌধুরী আদালতে হাজির হননি। তার পক্ষে সময় চেয়ে আবেদন করা হলেও আদালত তা নামঞ্জুর করেন। ফলে তার জামিন বাতিল করে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন। একইসঙ্গে মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ২৬ জুন নতুন দিন ধার্য করেন আদালত।

মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ২৪ আগস্ট নাটক ‘জীবন সুন্দর হোক’ নির্মাণের জন্য নির্মাতা চয়নিকা চৌধুরীর সঙ্গে একটি চুক্তি করেন প্রযোজক রাশেদুল ইসলাম রিয়াজ। চুক্তি অনুযায়ী রিয়াজ চয়নিকাকে ২ লাখ ৩০ হাজার টাকা পরিশোধ করেন। পরবর্তীতে চয়নিকা ২০১২ সালের ৩০ অক্টোবর সমপরিমাণ অর্থের একটি চেক প্রদান করেন।

তবে নাটক নির্মাণ না করায় এবং একাধিকবার চেক নগদায়নের চেষ্টা ব্যর্থ হওয়ায় রিয়াজ ২০১৩ সালের ১৪ মে ঢাকায় আদালতে মামলা দায়ের করেন। মামলার পর ২০১৪ সালের ২ জুন চয়নিকা চৌধুরী আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন। মামলাটি ২০১৪ সালের ৭ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয় এবং ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়।

প্রযোজকের দাবি, নাটক না নির্মাণ করে এবং টাকা ফেরত না দিয়ে চয়নিকা প্রতারণা করেছেন।মামলার প্রেক্ষিতে দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার মধ্যেই বর্তমানে গ্রেফতারি পরোয়ানা জারি হলো।

এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

img
পাকিস্তানের পাশে ৫৭ মুসলিম দেশ, উদ্বেগে ভারত May 07, 2025
সংস্কার নিয়ে যেসব বিষয় তুলে ধরলেন এনসিপি নেতারা May 07, 2025
ঈদের ছুটি ও গ্যাস সংকটে এপ্রিলে রফতানি আয় সর্বনিম্ন May 07, 2025
img
সানার প্রধান বিমানবন্দরে ভয়াবহ হামলা চালালো ইসরায়েল , নিহত ৩ May 07, 2025
img
লেবাননের ঘুরে দাঁড়ানোর চেষ্টায় দাতাদের আস্থা ফেরানোই মূল লড়াই May 07, 2025
img
হেফাজতের দুঃখ প্রকাশকে ৬ নারীর সাধুবাদ May 07, 2025
img
পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ভারত! May 07, 2025
img
পর্যটককে মারধরের অভিযোগে যুবদল নেতাসহ ৩ জন গ্রেফতার May 07, 2025
img
নিরপেক্ষ ভেন্যুতেও পাকিস্তানের সঙ্গে ভারতের খেলা উচিৎ নয় : গৌতম গম্ভীর May 07, 2025
img
বদলির নতুন বিধিমালা, আন্দোলনে নামার হুঁশিয়ারি সচিবালয়ের কর্মচারীদের May 07, 2025