খাদ্যবান্ধব কর্মসূচির ৫ টন চাল জব্দ, বিএনপি নেতা আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল কিনে অবৈধভাবে মজুতের অভিযোগে একটি গুদাম থেকে ৫.০৮ মেট্রিক টন (১১৯ বস্তা) চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এই চাল মজুতের অভিযোগে এক বিএনপি নেতাকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৬ মে) দুপুরে উপজেলার কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা বাজার এলাকার একটি গুদামে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করেন। অভিযানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা রওশানুল কাওসার মানিক ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

আটক ব্যক্তির নাম সাহাবুল ইসলাম সাবু (৫০)। তিনি উপজেলার কামারদহ ইউনিয়ন বিএনপির সদস্যসচিব এবং ওই ইউনিয়নের মাস্তা গ্রামের মৃত সাকোয়াত হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান বলেন, ‘খাদ্যবান্ধব কর্মসূচির চাল কিনে অবৈধভাবে একটি গুদামে মজুত করা হয়েছে– এমন সংবাদের ভিত্তিতে ফাঁসিতলা বাজার এলাকার অভিযান পরিচালনা করি। অভিযানে গুদাম থেকে ৫০ কেজি ওজনের ১১৯ বস্তায় ৫. ০৮ মেট্রিক টন চাল জব্দ করা হয়। এ সময় গোডাউন থেকে খাদ্য অধিদফতরের লোগোযুক্ত বেশ কিছু খালি বস্তা পাওয়া গেছে। এ চাল মজুতের অভিযোগে সাহাবুল ইসলাম সাবু নামে একজনকে আটক করা হয়। জব্দ করা চাল ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাজেয়াপ্ত করে পুলিশের সহায়তায় উপজেলা খাদ্যগুদামে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য খাদ্য বিভাগকে বলা হয়েছে।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, ‘জব্দ করা চাল গুদামে পাঠানো হয়েছে। আটক সাহাবুল ইসলামকে থানা হাজতে রাখা হয়েছে। এ বিষয়ে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করার প্রক্রিয়া চলছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কামারদহ ইউনিয়ন বিএনপির সদস্যসচিব সাহাবুল ইসলাম সাবু সুবিধাভোগীদের কাছে থেকে এই চাল কম দামে কিনে একটি গুদাম ভাড়া নিয়ে মজুত রাখেন। পরে সেগুলো বেশি দামে খোলা বাজারসহ ব্যবসায়ী সিন্ডিকেটের কাছে বিক্রি করতেন তিনি। এ ছাড়া কামারদহ ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার ফয়জুর রহমান, কিন্তু তার কাছ থেকে জোর করে কাগজ-কলমে সই নিয়ে ওই ভাড়া গুদামে সাহাবুল ইসলাম সাবু ডিলারের কার্যক্রম চালাচ্ছেন।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ বলেন, ‘চালগুলো সুবিধাভোগীর কাছ থেকে কিনে গুদামে রাখেন সাবু। প্রশাসনের অভিযানে ওই চাল জব্দ ও তাকে আটকের বিষয়টি জেনেছি। কোনও নেতাকর্মীর ব্যক্তিগত যেকোনও ধরনের অপরাধ ও অন্যায়ের দায় দল নেবে না। এ ঘটনায় আমরা দলীয় সিদ্ধান্তে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। নোটিশের জবাব পেলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

এমআর/টিএ

Share this news on:

সর্বশেষ

img
বিতর্কের মাঝে দেশাত্মবোধক সিনেমায় দিলজিৎ Jul 03, 2025
img
পুরনো বন্দোবস্তের রাজনীতির নেতৃত্বে পরিবর্তন হয়েছে, বন্দোবস্ত পরিবর্তন হয়নি : নাহিদ ইসলাম Jul 03, 2025
img
চলমান সংস্কার কাজে সমর্থন অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র : পররাষ্ট্র উপদেষ্টা Jul 03, 2025
img
অন্তর্বর্তী সরকারের সংস্কারে জাইকার সহযোগিতার প্রতিশ্রুতি Jul 03, 2025
img
আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পারভিন: ইমরান হাসমি Jul 03, 2025
img
তরুণদের সুপারহিরো না হওয়ার উপদেশ ব্র্যাড পিটের Jul 03, 2025
img
ইসরাইলের পিআর পদ্ধতি কেন আলেম, উলামা ও পীরদের আদর্শ হলো সেটা বুঝে আসে না : প্রিন্স Jul 03, 2025
img
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু Jul 03, 2025
img
পরিচালকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ শার্লিজের Jul 03, 2025
পঞ্চগড়ে দেশ গড়তে জুলাই পদযাত্রার তৃতীয় দিনে যা বললেন নাহিদ Jul 03, 2025
ইতালীয় নাগরিক হত্যাকাণ্ডে জড়িত ৩ জনের যাবজ্জীবন,৪ জন খালাস Jul 03, 2025
ভ্রমণ নিষেধাজ্ঞায় স্তব্ধ দেশের আন্তর্জাতিক পর্যটন! Jul 03, 2025
স্ত্রীর কাছ থেকে কিডনি পেয়েই পরকীয়ায় জড়ালেন স্বামী! Jul 03, 2025
উত্তরসূরি নির্বাচনের ঘোষণা দালাই লামার, বাগড়া দিলো চীন Jul 03, 2025
‘একটা সংলাপও ঠিকমতো বলতে পারো না’ ছেলেকে অমিতাভের খোঁচা Jul 03, 2025
img
সংসদে হিম্মত নিয়ে কথা বলার মতো নেতা আমাদের নেই : ফারুক হাসান Jul 03, 2025
img
ইউক্রেনের হামলায় নিহত রাশিয়ার নৌবাহিনীর উপপ্রধান Jul 03, 2025
img
‘গরুর মাংস খান রণবীর’, ভারতজুড়ে বি-র্ত-ক Jul 03, 2025
img
জায়েদ খানের সঙ্গে আসছেন অভিনেত্রী তানজিন তিশা Jul 03, 2025
img
এডিট করে দে সমস্যা নাই, কিন্তু জাতের কারও ছবি দে: শবনম ফারিয়া Jul 03, 2025