ভারতের পাকিস্তান হামলায় গম্ভীর ও আকাশ চোপড়ার সমর্থন

পাকিস্তানের বিভিন্ন স্থানে ভারতের হামলাকে সমর্থন জানিয়েছেন ভারতীয় সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর ও আকাশ চোপড়া। নিজেদের অবস্থান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন তারা।

গতকাল মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তান ও পাকিস্তান–নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের ৯টি স্থাপনায় হামলা চালায় ভারত। এই হামলাকে ‘অপারেশন সিঁদুর’ নাম দেয় ভারতের সশস্ত্র বাহিনী।

পাকিস্তানে হামলা চালানোয় ভারতীয় বাহিনীকে ‘স্যালুট’ জানান গম্ভীর-আকাশ চোপড়া। তারা ভারতের বাহিনীর সমর্থনে ‘জয় হিন্দ’ স্লোগান তোলেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে গম্ভীর লেখেন, ‘জয় হিন্দ’। ওই পোস্টে একটি ছবিও যোগ করেন, যা ভারতীয় সেনাবাহিনী কর্তৃক ইনস্টাগ্রামে প্রকাশিত ছবি। যেখানে লেখা- ‘অপারেশন সিঁদুর’।

গম্ভীর-আকাশদের সঙ্গে সুর মিলিয়েছেন ভারতের আরও কয়েকজন ক্রিকেটার। তাদের অন্যতম হলেন- প্রাগইয়ান ওঝা ও কলকাতা নাইট রাইডার্সের ম্পিনার বরুণ চক্রবর্তী। সবাই ‘অপারেশন সিঁদুর’ লেখা সেই ছবিটি নিজেদের স্যোসাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেন।

মঙ্গলবার পাকিস্তানের পাঞ্চাব ও আজাদ কাশ্মীরের ৬টি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এই হামলায় নারী ও শিশুসহ পাকিস্তানের ৮ জন বেসামরিক নাগরিক নিহত ও ৩৫ জন আহত হয়। ভারতের এই হামলাকে কাপুরুষোচিত বলে মন্তব্য করেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

ভারতের হামলার জবাবে রাতেই পাল্টা হামলা চালায় পাকিস্তান। দেশটির সেনাবাহিনী দাবি করে, তারা হামলায় অংশ নেওয়া ভারতের পাঁচটি জঙ্গি বিমান ভূপাতিত করেছে। কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেডের সদর দপ্তর ও তল্লাশিচৌকি গুঁড়িয়ে দিয়েছে।

ভারতের সেনাবাহিনী বলছে, কাশ্মীরে পাকিস্তানি সেনাদের ছোড়া গোলার আঘাতে তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

এর আগে গেল ২২ এপ্রিল ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হন। এ ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত। পাকিস্তান ভারতের এই দাবি অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানায়।

এরপরই দু'দেশের পাল্টাপাল্টি অভিযোগে উত্তেজনা বাড়তে থাকে। যার সর্বশেষ পরিণতি মঙ্গলবার রাতের হামলা।

টিকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
আসছে স্বস্তির বৃষ্টি, হতে পারে কালবৈশাখীও May 11, 2025
img
পিরোজপুরে দুপুরের খাবার খেয়ে হাসপাতালে ভর্তি ৭ মাদ্রাসাছাত্র May 11, 2025
img
ফরিদপুরে জাহানাবাদ এক্সপ্রেস লাইনচ্যুত, পয়েন্টস ম্যান বরখাস্ত May 11, 2025
img
আংশিক দাবি পূরণ হয়েছে, আ. লীগের বিচার ত্বরান্বিত করুন- ডা. শফিকুর রহমান May 11, 2025
img
শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. ওবায়েদুল্লাহ আর নেই May 11, 2025
সেলিব্রিটি ট্রফিতে ফাইনালে গিগাবাইট টাইটানস May 11, 2025
যুদ্ধ শুরু হতে না হতেই সিনেমা, বলিউডকে ‘লোভী’ বলছে জনগণ! May 11, 2025
পূর্ণাঙ্গ যুদ্ধ কি পরমাণু হামলার ঝুঁকিতে গড়াবে? May 11, 2025
img
পিএসএল থেকে ফিরে রিশাদের অভিজ্ঞতা May 11, 2025
img
গণহত্যাকারীরা বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছে : আসিফ মাহমুদ May 11, 2025