খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত দিয়ে ৬৬ ভারতীয় নাগরিকের অনুপ্রবেশ

খাগড়াছড়ির মাটিরাঙ্গা এবং পানছড়ি সীমান্ত দিয়ে ৬৬ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (৭ মে) ভোর রাতে তাদের সীমান্ত পার করে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে বাধ্য করে বিএসএফ।

খাগড়াছড়ি জেলা প্রশাসন কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত জেলা প্রশাসক) নাজমুন আরা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ তথ্যমতে, জেলার মাটিরাঙ্গার শান্তিপুর সীমান্ত দিয়ে ২৭ জন, পানছড়ি উপজেলার রুপসেন পাড়া সীমান্ত দিয়ে ২৪ জন এবং বিটিলা বিওপি সীমান্ত দিয়ে ৬ জনসহ সর্বমোট ৬৬ জন বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন। তাদের মধ্যে অধিকাংশ নারী এবং শিশু রয়েছে।

দক্ষিণ শান্তিপুর এলাকার বাসিন্দা আবুল হাসেম বলেন, ভোরে বাংলাদেশ সীমান্ত পার হয়ে ২৭ জন ভারতীয় নাগরিক বাংলাদেশে প্রবেশ করেছেন। সীমান্ত থেকে প্রায় দুই কিলোমিটার ভেতরে তাদের স্থানীয় বাসিন্দারা আটক করেন। বর্তমানে আবুল মেম্বারের বাড়িতে অনুপ্রবেশকারীরা অবস্থান করছেন। ওই বাড়িতেই স্থানীয় ডেবার পাড় ক্যাম্পের বিজিবি তাদের নিরাপত্তা হেফাজতে রেখেছেন। স্থানীয় বাসিন্দারা সকালে তাদের শুকনো খাবারের ব্যবস্থা করেছিলেন।

খাগড়াছড়ি জেলা প্রশাসন কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত জেলা প্রশাসক) নাজমুন আরা সুলতানা বলেন, বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে প্রবেশ করা সবাইকে বিজিবি বিভিন্ন স্থানে নিরাপত্তা হেফাজতে রেখেছেন। মানবিক সহযোগিতা বিবেচনায় তাদের খাবারের ব্যবস্থা করেছেন।

তবে এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি বলেও জানান তিনি।

এফপি/এস এন 

Share this news on:

সর্বশেষ

img
গোবিন্দ আমায় ছাড়া বাঁচবে না : সুনীতা May 11, 2025
img
শান্তি আলোচনায় বসার আগে পূর্ণ যুদ্ধবিরতির দাবি কিয়েভের May 11, 2025
img
আব্দুল হামিদকে হাতকড়া পড়িয়ে ব্যাংকক থেকে ঘুরিয়ে আনুক: অধ্যাপক শাহীদুজ্জামান May 11, 2025
img
এলডিসি থেকে উত্তরণে দ্রুত সমন্বিত পদক্ষেপের আহ্বান ড. ইউনূসের May 11, 2025
img
পাকিস্তানে নিরাপত্তা সংকটে একাধিক ঘরোয়া টুর্নামেন্ট স্থগিত May 11, 2025
img
যারা মানুষ মা’রে, তাদের অনলাইনেও থাকার অধিকার নেই: রাফি May 11, 2025
img
ডিবি হারুনের যে মেয়ে লাগতো, ব্যবস্থা করে দিতো লায়লা : টিকটকার প্রিন্স মামুন May 11, 2025
img
ভারতের হুমকি ফাঁকা বুলি প্রমাণিত হয়েছে May 11, 2025
img
পাকিস্তান- ভারত যুদ্ধে চীনের গোপন উল্লাস! May 11, 2025
img
ট্রাম্পের হস্তক্ষেপের পর পাকিস্তানকে নতুন বার্তা চীনের May 11, 2025