জ্ঞান ফিরতেই হাসপাতাল থেকে ছড়িয়ে পড়ল পবনদীপের ছবি

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ‘ইন্ডিয়ান আইডল সিজন ১২’ বিজয়ী পবনদীপ রাজন। সোমবার (৫ মে) ভোররাতে আহমেদাবাদে দুর্ঘটনার শিকার হন তিনি। এরপর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় গায়ককে।

বেশ কয়েকদিন ধরেই আইসিইউ-তে রয়েছেন পবনদীপ। ছিল না জ্ঞানও। এবার প্রকাশ্যে এসেছে তার প্রথম ছবি। যেখানে হাসি মুখেই পোজ দিতে দেখা যাচ্ছে গায়ককে।

ছবিটি প্রকাশ্যে আসার পর থেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ভক্তরা। ইন্টারনেটেও ভাইরাল হয়েছে গায়কের ছবি। যেখানে ডাক্তারের পাশে দেখা মিলেছে তার।

এর আগে উত্তরপ্রদেশের মোরাদাবাদের কাছে ৫ মে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন পবনদীপ রাজন। তিনি ছাড়াও আরও দু’জন গুরুতর আহত হয়েছেন।

প্রাথমিক চিকিৎসার পর পবনদীপকে দিল্লিতে রেফার করা হয়। তার হাত এবং দুই পায়ে ফ্র্যাকচার রয়েছে। তবে এখন আগের থেকে অনেক বিপদমুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ভাইরাল ছবিতে দেখা গেছে, তাকে হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে। মুখ ফুলে গেছে। তবে হাজার যন্ত্রণার মধ্যেও তিনি হাসছেন। যা দেখে ভক্তরাও খানিক স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।

এর আগে পবনদীপের টিমের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছিল, তার শরীরে একাধিক বড় ফ্র্যাকচারের পাশাপাশি ছোটখাট আঘাতও লেগেছে। যে কারণে পরিবারের সকলেই খুব দুশ্চিন্তায় রয়েছে। ভক্তদের জন্যও এটি অত্যন্ত যন্ত্রণার দিন বলা চলে।

প্রসঙ্গত, ইন্ডিয়ান আইডলের আগে পবনদীপ ২০১৫ ভয়েস অফ ইন্ডিয়ার সিজন ১ এর উইনার ছিলেন। মারাঠি ছবিতে মিউজিক ডিরেকশনের কাজও করেছেন। গান গেয়েছেন হিন্দি ও মারাঠি ছবিতেও। একাধিক কনসার্ট করেছেন বিদেশে। উত্তরাখণ্ড সরকারের কাছ থেকে পেয়েছেন ‘ইয়ং অ্যাম্বাসাডর অফ উত্তরাখন্ডে’-র শিরোপা।

গান গেয়ে মন জয় করাই শুধু নয় পবন গিটার, কি বোর্ড, তবলা, ঢোলকের মত যন্ত্র বাজাতেও ওস্তাদ। উত্তরাখন্ডের এক ছোট্ট গ্রাম চম্পাওয়াত। সেখানে বসেই পবনদীপ স্বপ্ন দেখতেন গায়ক হওয়ার। আর সেই স্বপ্ন নিয়েই তার পথচলা।

আরএম/এসএন


Share this news on:

সর্বশেষ

img
ধর্মশালায় বাতিল আইপিএল ম্যাচ, মাঠের আলো নিভিয়ে দেওয়া হয়েছে, মাঠ ছাড়তে বলা হল দর্শকদের May 08, 2025
img
ববি ভিসির বিধি লঙ্ঘন ও অনিয়মের প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে May 08, 2025
img
আজ রাতেই আওয়ামী লীগের ফয়সালা : নাহিদ May 08, 2025
img
পাকিস্তানের পাল্টা হামলা, কেঁপে উঠল ভারত May 08, 2025
img
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি থেকে ৫৬ জনের পদত্যাগ May 08, 2025
img
নিজের দেশ ছাড়ার খবর নিয়ে যা জানালেন জাপা মহাসচিব May 08, 2025
img
শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ, পত্রিকা অফিসে আগুন May 08, 2025
img
১০১ কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে জুলাই ফাউন্ডেশন May 08, 2025
img
জাপানের অর্থনৈতিক অঞ্চলের বাইরে পড়লো উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র May 08, 2025
img
বাংলাদেশের হয়ে সামিতের খেলা নিয়ে যা বলছে তার ক্লাব May 08, 2025