১২ দিন গোসল করেননি আমির খান, কিন্তু কেন ?

আমির খান বলিউডে 'মিস্টার পারফেকশনিস্ট' নামে পরিচিত। কাজের প্রতি তার নিষ্ঠা এতটাই, যে দুটি সিনেমার জন্য তিনি এক সপ্তাহেরও বেশি সময় গোসল না করে কাটিয়েছেন।

সম্প্রতি এবিপি লাইভকে দেওয়া একটি সাক্ষাৎকারে আমির খান জানিয়েছেন, তিনি তার চরিত্রের জন্য টানা ১২ দিন গোসল করেননি দুটি ছবির ক্ষেত্রে। আর সেই দুই ছবি হলো ‘গোলাম’ এবং ‘রাখ’।

আমির খান বলেন, ‘আমি এটা একবার নয়, দুইবার করেছি। একবার রাখ ছবির শুটিংয়ের সময়। ওই ছবিতে আমার চরিত্রটা ছিল, রাস্তায় থাকছি বাড়ি ছেড়ে দেওয়ার পর। আমি সেটাকে বাস্তবের মতো ফোটাতে চেয়েছিলাম। তাই গোসল করা বন্ধ রেখেছিলাম। চেয়েছিলাম আমাকে তেমন দেখাক যারা দিনের পর দিন রাস্তায় পড়ে থাকেন।’

গোলাম ছবির প্রসঙ্গে আমির বলেন, ‘গোলাম ছবির ক্লাইম্যাক্সে একটি লম্বা অ্যাকশন দৃশ্য আছে, যেখানে আমায় বেধড়ক মারা হয়েছে। আমার ক্ষতগুলো বাড়ছে ধীরে ধীরে। আমি যদি রোজ শ্যুটিংয়ের পর গোসল করতাম তাহলে কনটিনিউটি নষ্ট হয়ে যেত। তাই আমি প্রায় এক সপ্তাহ গোসল করিনি যাতে এক লুক এবং একই রকমের অনুভূতি বজায় রাখতে পারি। কারণ গোসল করলে পরদিন ফ্রেশ দেখাবে। তাই এক সপ্তাহ স্নান করিনি।’

এই বিষয়ে জানিয়ে রাখা ভালো গোলাম একটি অ্যাকশনধর্মী সিনেমা, এটি বিক্রম ভাট পরিচালনা করেছিলেন। এখানে রানি মুখার্জি আছেন তার সঙ্গে। ১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল বিক্রম ভাট পরিচালিত ছবিটি।

অন্যদিকে রাখ ছবিটি ১৯৮৯ সালে মুক্তি পেয়েছিল। এটি পরিচালনা করেছিলেন আদিত্য ভট্টাচার্য। আমিরের সঙ্গে ছিলেন সুপ্রিয়া পাঠক, পঙ্কজ কাপুর, প্রমুখ।

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ও জবাবদিহির প্রকট অভাব: স্বাস্থ্য উপদেষ্টা May 12, 2025
টানা দ্বিতীয়বার ইউরোপের বর্ষসেরা একাদশে হামজা চৌধুরী! May 12, 2025
img
ফিফা ক্লাব বিশ্বকাপের আগে তিন তারকা ফুটবলারকে চায় রিয়াল মাদ্রিদ May 12, 2025
img
যুদ্ধ নয়, অজ্ঞতাই ভবিষ্যৎ প্রজন্মকে শেষ করবে: কঙ্গনা May 12, 2025
img
এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নে অনীহা, বোর্ডের কঠোর হুঁশিয়ারি May 12, 2025
ভারত পাকিস্তান দ্বন্দে প্রশংসায় ভাসছেন দুদেশের ২ মুসলিম নারী May 12, 2025
‘পরমাণু অধিকার’ নিয়ে আপোষ করবে না ইরান: পররাষ্ট্রমন্ত্রী May 12, 2025
আমাকে আনফলো করুন, আমি চিন্তিত নই- হিনা খান May 12, 2025
ঢালিউড কিংয়ের নায়িকা হতে চান ভাবনা May 12, 2025
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে ‘বিতর্কিত স্লোগান’ নিয়ে স্পষ্ট যে বার্তা দিল এনসিপি May 12, 2025