বার্সার অভিযোগ নিয়ে মুখ খুললেন রেফারি মার্সিনিয়াক

ইন্টার মিলান ও বার্সেলোনার মধ্যকার উত্তেজনাপূর্ণ চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগ ঘিরে রেফারিং নিয়ে চলমান বিতর্কে অবশেষে মুখ খুলেছেন ম্যাচের দায়িত্বে থাকা পোলিশ রেফারি শিমোন মার্সিনিয়াক। স্প্যানিশ ক্লাব বার্সার খেলোয়াড় ও কোচদের অভিযোগের জবাবে তিনি দিয়েছেন কড়া প্রতিক্রিয়া।

মিশরের সংবাদমাধ্যম আল কায়রা নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে মার্সিনিয়াক দাবি করেন, অতিরিক্ত সময়ে ইন্টার ডিফেন্ডার ফ্রান্সেসকো আচেরবির গোলটি ছিল "সম্পূর্ণ নিয়মসঙ্গত", যা ম্যাচকে অতিরিক্ত সময়ে নিয়ে যায় এবং শেষ পর্যন্ত বার্সেলোনা ৪-৩ ব্যবধানে হেরে বিদায় নেয়।

বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিকের সমালোচনার উত্তরে মার্সিনিয়াক বলেন, “ওর মন্তব্য হাস্যকর। আমি কাউকে ক্ষতি করিনি, এসব বোকা কথার কোনো মানে নেই।”

তবে বিতর্কিত সিদ্ধান্ত ছিল আরও একটি। ম্যাচে বার্সা ডিফেন্ডার পাও কুবারসির একটি ট্যাকলের পর লাওতারো মার্টিনেজ পড়ে গেলে পেনাল্টি দেন মার্সিনিয়াক। সেই পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন হাকান চালহানওগ্লু। সাবেক আর্সেনাল কোচ এবং বর্তমান ফিফা ফুটবল ডেভেলপমেন্ট প্রধান আরসেন ওয়েঙ্গার এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করে বলেন, “লাওতারো জানতেন তিনি গোল করতে পারবেন না, তাই ফাউল আদায়ের জন্য নিজেই পড়ে যান। আমি এই পেনাল্টির ঘোর বিরোধী।”

তিনি আরও যোগ করেন, “ভিএআর স্লো মোশনে দেখা অনুচিত। বল আগে স্পর্শ করেছিলেন কুবারসি, সেটাই প্রমাণ করে লাওতারোর ফাউল আদায় পরিকল্পিত ছিল।”

২০২২ কাতার বিশ্বকাপের ফাইনাল পরিচালনা করা অভিজ্ঞ রেফারি মার্সিনিয়াক জানিয়েছেন, উয়েফা আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ আনলে তিনি তার সিদ্ধান্তের জন্য প্রস্তুত।

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে আরেকটি বিতর্কিত রাতের পর ফুটবল দুনিয়া এখন অপেক্ষা করছে—উয়েফা আদৌ কোনো ব্যবস্থা নেয় কিনা। বার্সেলোনা অবশ্য বিশ্বাস করে, তাদের লড়াই মাঠে নয়, এবার শুরু হচ্ছে প্রশাসনিক অঙ্গনে।

টিকে/টিএ

Share this news on: