আওয়ামী লীগের কারা বিএনপিতে যোগ দিতে পারবেন, জানালেন রিজভী

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্য দলের নেতাকর্মী বা অরাজনৈতিক ব্যক্তিকে বিএনপিতে যোগদান না করাতে নির্দেশনা দিয়েছিল বিএনপি। দলটি এখন পূর্বের সেই অবস্থা থেকে সরে এসেছে। আওয়ামী লীগসহ যে কোনো ব্যক্তি চাইলে বিএনপির প্রাথমিক সদস্য হতে পারবেন। তবে, সেক্ষেত্রে কিছু শর্ত রয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের প্রাথমিক সদস্য সংগ্রহ নিয়ে এক সংবাদ সম্মেলন করেন রুহুল কবির রিজভী। সেখানে বিএনপির প্রাথমিক সদস্য হতে ক্রাইটেরিয়া (মানদণ্ড) কেমন হবে, তা নিয়ে ফের কথা বলেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, ‘কেউ দীর্ঘদিন রাজনীতি করেনি কিংবা একসময় আওয়ামী লীগ করতেন বা যারা আওয়ামী লীগের দুঃশাসন, বর্বরোচিত কর্মকাণ্ড, লুটপাট, টাকা পাচারসহ অবৈধ কর্মকাণ্ড পছন্দ করেনি, যারা এই ধরনের কাজ করেনি, যারা আগেই আওয়ামী লীগ থেকে সরে গেছেন। এ ধরনের মানুষ বিএনপিতে আসতে পারবেন।’

তিনি বলেন, ‘যারা সমাজে ক্লিন ইমেজের মানুষ; তিনি শ্রমিক, কৃষক, ব্যাংকার হতে পারেন, এক্ষেত্রে কোনো মানদণ্ড নেই। আমাদের দলের আদর্শ ধারণ করেন কিনা সেটা হচ্ছে বিষয়। ২০ টাকার বিনিময়ে প্রাথমিক সদস্য ফরমের যে রশিদ দেওয়া হয়, তার সঙ্গে এবার একটা আবেদন ফরম থাকবে, সেটা পূরণ করতে হবে। তারপর যাচাই-বাছাই থাকবে। যারা এলাকায় সন্ত্রাসী করেছে, জমি দখল করেছে, টাকা প্রচার করেছে— তারা নানাভাবে বিএনপিতে ঢুকে পড়ার চেষ্টা করবে। এ ধরনের মানুষকে শক্তভাবে এড়িয়ে যেতে হবে। সমাজের একেবারে ক্লিন ইমেজের মানুষ যাদের সুনাম আছে তারা বিএনপির সদস্য হতে কোনও ধরনের বাধা যেন না পায় সেটাই বিএনপির লক্ষ্য।’

রিজভী বলেন, ‘বিএনপির নতুন সদস্য হতে পারবে সমাজের সর্বস্তরের মানুষ। যারা বিএনপিকে পছন্দ করেন, তারা আগ্রহী হবেন বিএনপির সদস্য হতে, এটা প্রত্যাশা করি। কারণ এখন তো শেখ হাসিনার সেই আগ্রাসন আর নেই।’

এর আগে ১০ জানুয়ারি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ওয়ার্ড থেকে জাতীয় পর্যায় এবং অঙ্গ-সহযোগী সংগঠনের ওয়ার্ড থেকে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত কোনো স্তরেই কমিটিতে অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী বা অরাজনৈতিক ব্যক্তিকে যোগদান করানো যাবে না।’

এতে আরও বলা হয়েছিল, ‘পতিত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন রাজনৈতিক সংগঠন কৌশলে বিএনপিসহ এর অঙ্গ-সহযোগী সংগঠনে পদ বাগিয়ে নেওয়ার অপচেষ্টায় লিপ্ত। ইতোমধ্যে জিয়া সাইবার ফোর্স নামে একটি সংগঠন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নাম ব্যবহার করে ছাত্রলীগের কতিপয় নেতাকে পদ দিয়ে একটি কমিটি ঘোষণা করেছে, যা সম্পূর্ণরূপে প্রতারণামূলক। এভাবে স্বৈরাচারের দোসররা এ ধরনের অপতৎপরতায় লিপ্ত রয়েছে। এ বিষয়ে দলের সব পর্যায়ের নেতৃবৃন্দকে সতর্ক ও সাবধান থাকতে হবে।’

আরআর/এসএন

Share this news on:

সর্বশেষ

img
রাজস্থানে ভারতের হাতে আটক পাক বায়ুসেনা পাইলট May 09, 2025
img
গত ১৬ বছরে বন্ধ হওয়া মিডিয়াগুলো চালু করে ক্ষতিপূরণ দিন: সরকারকে ড. মাসুদ May 09, 2025
img
আবদুল হামিদকে ইন্টারপোলের মাধ্যমে দেশে আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা May 08, 2025
img
ভারতীয় ২টি রাফাল ভূপাতিত : দাবি মার্কিন কর্মকর্তাদের, চুপ দিল্লি May 08, 2025
img
নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ May 08, 2025
img
১৭ হাজার কোটি টাকার ভোলা-বরিশাল সেতু প্রকল্পের কাজ শুরু জানুয়ারিতে May 08, 2025
img
বিপিএল ফুটবলে রেফারি সংকটে অনিশ্চয়তায় তিন ভেন্যুর খেলা May 08, 2025
img
পহেলগামে যা ঘটেছে, প্রত্যাঘাত প্রয়োজন ছিল : পরমব্রত May 08, 2025
img
ভারতে অনুপ্রবেশকালে মহেশপুর সীমান্তে আটক ৩৫ বাংলাদেশি May 08, 2025
img
ধর্মশালায় বাতিল আইপিএল ম্যাচ, মাঠের আলো নিভিয়ে দেওয়া হয়েছে, মাঠ ছাড়তে বলা হল দর্শকদের May 08, 2025