জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন একমাত্র টেস্টের জন্য প্রথমবারের মতো ইংল্যান্ড দলে ডাক পেয়েছেন ২১ বছর বয়সী ব্যাটার জেমস রিউ। আগামী ২২ মে ট্রেন্ট ব্রিজে শুরু হতে যাওয়া এই ম্যাচে ইনজুরির কারণে ছিটকে যাওয়া জর্ডান কক্সের পরিবর্তে তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সমারসেটের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে দলে ডাক পেয়েছেন রিউ। চলমান কাউন্টি চ্যাম্পিয়নশিপে তার ব্যাটিং গড় ৫৪.২১ এবং সর্বোচ্চ ইনিংস ১৫২ রানে অপরাজিত।
সাম্প্রতিক কাউন্টি ম্যাচে ব্যাটিং করার সময় পেটের পেশিতে চোট পান জর্ডান কক্স। ওই চোটে দল থেকে যান তিনি। তার জায়গায় নেওয়া হয়েছে রিউকে।
ইংল্যান্ডের স্কোয়াড :
বেন স্টোকস (অধিনায়ক), গাস অ্যাটকিনসন, শোয়েব বশির, হ্যারি ব্রুক, স্যাম কুক, জাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, ম্যাথিউ পটস, জেমস রিউ, জো রুট, জেমি স্মিথ, জোশ টাং।
আরআর/এসএন