বৃষ্টিতে কপাল পুড়ল শ্রীলঙ্কার, চ্যাম্পিয়ন বাংলাদেশ

সিরিজ যে হাতছাড়া হচ্ছে না তার কাজ আগেই সেরে রেখেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ৩-২ ব্যবধানে এগিয়ে থাকা আজিজুল হাকিম তামিমের দল চেয়েছিল আজ জিতে সিরিজটা নিজেদের করে নিতে।

নিজেদের ব্যাটিং ইনিংস শেষ না হতেই অবশ্য সুখবরটা পেয়েছে বাংলাদেশ। ছয় ম্যাচের ওয়ানডে সিরিজটি ৩-২ ব্যবধানেই জিতেছে তারা।

বাংলাদেশ উদযাপনের লক্ষ্যটা এনে দিয়েছে বেরসিক বৃষ্টি। তার ‘খেলা’ শুরু হওয়ায় পরে আর ষষ্ঠ ওয়ানডেটা শেষ হয়নি। ম্যাচ পরিত্যক্ত করতে বাধ্য হয়েছেন ম্যাচ রেফারি।

এতে বাংলাদেশের বিপরীত চিত্র শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলে।

ঘরের মাঠে সিরিজের ট্রফিটা বাংলাদেশের যুবাদের হাতে উঠতে দেখল তারা। আজ কলম্বোয় টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। দলীয় ১ রানেই ‘ডাক’ মেরে বিদায় নেন সিরিজে দুটি সেঞ্চুরি করা ব্যাটার জাওয়াদ আবরার।

ফিরতি উইকেটে অবশ্য অধিনায়ক আজিজুল তামিমকে নিয়ে ৬৫ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামলান আরেক ওপেনার কালাম সিদ্দিকি।

ব্যক্তিগত ৩১ রানে সিদ্দিকি বিদায় নিলে রিজান হোসেনকে নিয়ে তৃতীয় উইকেটে ১০৮ রানের জুটি গড়েন আজিজুল তামিম। সতীর্থর সঙ্গে শতরানের জুটি গড়লেও নিজে তিন অংকের দেখা পাননি বাংলাদেশের অধিনায়ক।

সেঞ্চুরি থেকে যখন ৬ রান দূরে তখনই হতাশা নিয়ে ড্রেসিংরুমের পথ ধরেন আজিজুল হাকিম। ৯৪ রানের ইনিংসটি সাজান ৭ চার ও ২ ছক্কায়। তার বিদায়ের তিন ওভারের মাথায় ৪০তম ওভারে বৃষ্টি শুরু করে তার খেলা।

যে খেলায় পরে ভেস্তে যায় পুরো ম্যাচ। এতে সিরিজে ফেরার কপাল পুড়ে শ্রীলঙ্কার যুবাদের। শেষ পর্যন্ত রিজানের ৪৮ রানের বিপরীতে ৫ রানে অপরাজিত থাকেন মোহাম্মদ আবদুল্লাহ।

আর বাংলাদেশের স্কোর থেমে যায় ৩৯.১ ওভারে ৩ উইকেটে ১৮৮ রানে।

আরএম/এসএন

Share this news on:

সর্বশেষ

img
শিক্ষার্থীরা শেখ হাসিনার পক্ষে স্লোগান দেয়ায় প্রধান শিক্ষককে শোকজ May 08, 2025
img
সরকার গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে কাজ শুরু করেছে May 08, 2025
img
‘ফ্যাসিস্টের দোসর বিচারকরা ছাড় পেলে আগামীতে জুডিশিয়ারির বিরুদ্ধে অভ্যুত্থান হবে’ May 08, 2025
img
জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ May 08, 2025
img
আব্দুল হামিদের পালিয়ে যাওয়া সবকিছু সরকারের মধ্যস্থতায় হয়েছে- নুরুল হক নুর May 08, 2025
img
পাকিস্তান সিরিজের ভবিষ্যৎ জানালেন ফারুক May 08, 2025
img
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে সতর্ক করতে গিয়ে শিক্ষাসচিবের চিঠিতে ‘ব্যাকরণ ভুল’ May 08, 2025
img
১৪ জেলা ও তিন বিভাগে বইছে তাপপ্রবাহ May 08, 2025
img
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন করে প্রজ্ঞাপন জারি May 08, 2025
img
প্রাণহানির ঘটনায় বলি তারকাদের উল্লাস, প্রতিবাদ পাক শিল্পীদের May 08, 2025