শিল্পীদের এতটা নির্লজ্জ হওয়া উচিত না:ওমর সানি

চলচ্চিত্রাঙ্গনে শিল্পীদের রাজনীতিতে পদার্পণ এবং বর্তমান তরুণ প্রজন্মের আচরণ নিয়ে সম্প্রতি নিজের খোলামেলা মতামত ব্যক্ত করেছেন অভিনেতা ওমর সানী। তিনি মনে করেন, শিল্পীদের রাজনীতিতে আসাটা স্বাভাবিক হলেও এক্ষেত্রে সংযম ও বিচক্ষণতার পরিচয় দেওয়া অপরিহার্য। পাশাপাশি তরুণ প্রজন্মকে গুরুজন ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান তিনি।

সাক্ষাৎকারে ওমর সানী বলেন, ‘আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। আর শিল্পীরা রাজনীতি করবে। দেখুন আমাদের পার্শ্ববর্তী দেশে তো সব শিল্পীরাই রাজনীতি করে। তাদের তো কোন অসুবিধা হয় না। যে শিল্পীগুলো বেশি বাড়াবাড়ি করেছে এই বাড়াবাড়িটা কোন জায়গায় করা উচিত না।’

‘যারা বেশি বাড়াবাড়ি করেছে তাদের শিক্ষা তো পাচ্ছে। কিন্তু কোন কিছুতেই বাড়াবাড়ি করাটা উচিত না। আমার মনে হয় আমি যেরকম এখনো বলি যে আমি মুক্ত আকাশে কথা বলতে পারছি। যেটা আগে ১৬ বছরে ছিল না।’

শিল্পীদের নির্লজ্জভাবে কোনো পক্ষাবলম্বন না করে নিজের শিল্পীসত্তাকে গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন এই অভিনেতা। তিনি উল্লেখ করেন, ‘আমাদের শিল্পীদের মধ্যে এতটা নির্লজ্জ হওয়া উচিত না। আমাদের ওই নির্লজ্জর জায়গাটা থেকে বেরিয়ে এসে আমরা যে শিল্পী সেইটা ভাবা উচিত আমি মনে করি।’

তিনি আরও বলেন, ‘আমার মনে হয় যে দেখে শুনে বুঝে তারপরে কথা বলা উচিত। খুবই ব্যালেন্স ওয়েতে যদি আমরা শিল্পীরা থাকি। কারণ শিল্পীরা যে অভিনয় করে তাদেরকে ভালোবাসার মানুষ হিসেবে গ্রহণ করার জন্য আওয়ামী লীগ থেকে আছে, বিএনপির থেকে, জামাত, জাতীয় পার্টির থেকে আছে, সব জায়গা থেকেই তো শিল্পীদেরকে ভালোবাসে। তার জন্য শিল্পীদের নিলজ্য হওয়া উচিত না।’

তরুণ প্রজন্মের আচরণ প্রসঙ্গে ওমর সানী কিছুটা আক্ষেপ প্রকাশ করলেও তা নিজের মধ্যেই রাখতে চান। তিনি বলেন, ‘কিছু জিনিস যদি সবটাই বিলিয়ে দিই তাহলে তো হবে না। আক্ষেপটা আমার ভিতরেই থাক। হাসিটা এবং ভালো কথাগুলো তোমাদের মাঝে বিলিয়ে দিই।’

তরুণদের উদ্দেশ্যে তার বার্তা, ‘তরুণ প্রজন্ম তো যেটা এখন এই মুহূর্তে আছে তারাও আমাদের জায়গায় আসবে। আমার মনে হয় যে বড়দের প্রতি, আইনের নিজের প্রতি সম্মানবোধ থাকা উচিত তাদেরও বোঝা উচিত যে একদিন আমাকেও তরুণ প্রজন্ম বলবে না। আমাকেও আমার সন্তানও একজন তরুণ প্রজন্ম হবে। সো এটাই ভাবা উচিত।’

এফপি/এস এন 

Share this news on:

সর্বশেষ

img
বিপিএল ফুটবলে রেফারি সংকটে অনিশ্চয়তায় তিন ভেন্যুর খেলা May 08, 2025
img
পহেলগামে যা ঘটেছে, প্রত্যাঘাত প্রয়োজন ছিল : পরমব্রত May 08, 2025
img
ভারতে অনুপ্রবেশকালে মহেশপুর সীমান্তে আটক ৩৫ বাংলাদেশি May 08, 2025
img
ধর্মশালায় বাতিল আইপিএল ম্যাচ, মাঠের আলো নিভিয়ে দেওয়া হয়েছে, মাঠ ছাড়তে বলা হল দর্শকদের May 08, 2025
img
ববি ভিসির বিধি লঙ্ঘন ও অনিয়মের প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে May 08, 2025
img
আজ রাতেই আওয়ামী লীগের ফয়সালা : নাহিদ May 08, 2025
img
পাকিস্তানের পাল্টা হামলা, কেঁপে উঠল ভারত May 08, 2025
img
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি থেকে ৫৬ জনের পদত্যাগ May 08, 2025
img
নিজের দেশ ছাড়ার খবর নিয়ে যা জানালেন জাপা মহাসচিব May 08, 2025
img
শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ, পত্রিকা অফিসে আগুন May 08, 2025