পাক-ভারত উত্তেজনা : বদলে যাচ্ছে আইপিএলের ভেন্যু

প্রায় দুই সপ্তাহেরও বেশি সময় ধরে পরস্পর মুখোমুখি অবস্থানে অবতীর্ণ হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তান। এবার ২২ গজের ক্রিকেটে এর প্রভাব পড়তে শুরু করেছে। চলমান পিএসএলের বাকি ম্যাচগুলো আয়োজন নিয়ে শঙ্কায় পড়েছে পাকিস্তান। একইভাবে নিরাপত্তা শঙ্কায় রয়েছে ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলও। সে কারণে সরিয়ে নেওয়া হচ্ছে একটি ম্যাচের ভেন্যু।

ভারত-পাকিস্তানের সীমান্তে চরম উত্তেজনাকর পরিস্থিতি। সেসব অঞ্চল তো রয়েছেই, এর বাইরে অনেকগুলো প্রদেশও হামলার নিশানায় রয়েছে বলে জানা গেছে। আগামী ১১ মে পাঞ্জাব কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যকার ম্যাচ রয়েছে হিমাচল প্রদেশের ধর্মশালায়। সেই ম্যাচের ভেন্যু পরিবর্তনের আলোচনা চলছে বলে জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।

নিজেদের দ্বিতীয় হোম ভেন্যু হিসেবে ধর্মশালাকে ব্যবহার করছে পাঞ্জাব। যেখানে চলতি আসরে নিজেদের শেষ ম্যাচ হিসেবে তারা মুম্বাইয়ের মুখোমুখি হওয়ার কথা ছিল। গত রোববার ওই মাঠেই শ্রেয়াস আইয়ারের নেতৃত্বাধীন পাঞ্জাব খেলেছিল লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে। ওই ম্যাচে ২৩৭ রান সংগ্রহের পর স্বাগতিকরা লখনৌকে ৩৭ রনে হারিয়েছিল। এরপর আজ (বৃহস্পতিবার) ধর্মশালায় গুরুত্বপূর্ণ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে পাঞ্জাব।

তবে ওই মাঠে ১১ মে হতে যাওয়া মুম্বাইয়ের ম্যাচটি সরিয়ে নেওয়া হতে পারে গুজরাটের আহমেদাবাদে। ক্রিকইনফো বলছে, গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন (জিসিএ) পাঞ্জাব-মুম্বাইয়ের ম্যাচ আয়োজনে আইপিএলের অনুরোধ মেনে নিয়েছে। জিসিএ সচিব অনিল প্যাটেল বলেন, তারা আইপিএলের চূড়ান্ত নিশ্চয়তার অপেক্ষায় আছেন। আর ম্যাচটি খেলতে হলে মুম্বাইকে বুধবার বিকেলের মধ্যেই অবতরণ করতে হবে আহমেদাবাদে।

বর্তমানে আইপিএলের পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে পাঞ্জাব। ১১ ম্যাচে আইয়ারের দলটির পয়েন্ট ১৫। বলিউড তারকা প্রীতি জিনতা মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি প্লে-অফে ওঠার দৌড়ে ভালোভাবেই টিকে আছে। বিপরীতে ১২ ম্যাচে হার্দিক পান্ডিয়ার মুম্বাই ১২ ম্যাচে পেয়েছে ১৪ পয়েন্ট। তাদের সম্ভাবনা আছে প্লে-অফে জায়গা করে নেওয়ার। মুম্বাইয়ের বাকি ২ এবং পাঞ্জাব আরও ৩ ম্যাচ খেলবে।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
১৭ হাজার কোটি টাকার ভোলা-বরিশাল সেতু প্রকল্পের কাজ শুরু জানুয়ারিতে May 08, 2025
img
বিপিএল ফুটবলে রেফারি সংকটে অনিশ্চয়তায় তিন ভেন্যুর খেলা May 08, 2025
img
পহেলগামে যা ঘটেছে, প্রত্যাঘাত প্রয়োজন ছিল : পরমব্রত May 08, 2025
img
ভারতে অনুপ্রবেশকালে মহেশপুর সীমান্তে আটক ৩৫ বাংলাদেশি May 08, 2025
img
ধর্মশালায় বাতিল আইপিএল ম্যাচ, মাঠের আলো নিভিয়ে দেওয়া হয়েছে, মাঠ ছাড়তে বলা হল দর্শকদের May 08, 2025
img
ববি ভিসির বিধি লঙ্ঘন ও অনিয়মের প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে May 08, 2025
img
আজ রাতেই আওয়ামী লীগের ফয়সালা : নাহিদ May 08, 2025
img
পাকিস্তানের পাল্টা হামলা, কেঁপে উঠল ভারত May 08, 2025
img
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি থেকে ৫৬ জনের পদত্যাগ May 08, 2025
img
নিজের দেশ ছাড়ার খবর নিয়ে যা জানালেন জাপা মহাসচিব May 08, 2025