বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ কর্মসূচি চলছে। তবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম দাবি করেছেন এই কর্মসূচিতে বিএনপি এবং তাদের অঙ্গসংগঠনের কেউ অংশ নেয়নি।
শুক্রবার (৯ মে) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে তিনি লেখেন, “বিএনপি ও তাদের অঙ্গসংগঠন ছাড়া প্রায় সব রাজনৈতিক দল এখন শাহবাগে উপস্থিত। বিএনপি যুক্ত হলে জুলাইয়ের ঐক্য পুনঃপ্রতিষ্ঠিত হবে। শাহবাগ এখন ঐক্যের অপেক্ষায়।”সারজিস আরও বলেন, “আজকের শাহবাগ কেবল সমাবেশ নয়, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত—যা ভবিষ্যৎ রাজনীতির দিকনির্দেশনা দেবে।”
এনসিপির আরেক নেতা হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন, “আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি এখন আর শুধু এনসিপির নয়; এটি জুলাইয়ের সকল রাজনৈতিক শক্তির অভিন্ন দাবি। শাহবাগের এই সমাবেশ সেই সম্মিলিত শক্তির প্রতিচ্ছবি।”
প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার রাত থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নেন এবং আজ শুক্রবার বিকেল থেকে শাহবাগে শুরু হয় অবরোধ কর্মসূচি।