ব্রাহ্মণবাড়িয়ায় কক্সবাজার এক্সপ্রেসের লাইনচ্যুত বগি উদ্ধার, ট্রেন চলাচল স্বাভাবিক

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের আউটার সিগন্যালে লাইনচ্যুত হওয়া কক্সবাজার এক্সপ্রেসের বগি উদ্ধার করা হয়েছে। শনিবার (১০ মে) সকাল ৭টা ১৫ মিনিটে রিলিফ ট্রেন বগিটি সরিয়ে নেয়। আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও ডাউন লাইনে এখনও ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন মাস্টার মো. জসিম উদ্দিন।

তিনি বলেন, সকাল ৬টায় কক্সবাজার এক্সপ্রেসটি ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে আউটার লাইনচ্যুত হয়। তবে গতরাতে দুর্ঘটনাকবলিত মালবাহী কন্টেইনার ট্রেনটি উদ্ধারের জন্য আনা রিলিফ ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে অবস্থান করায় তাৎক্ষণিক উদ্ধারের কাজ শুরু করা হয়েছিল। এতে এক ঘণ্টার মধ্যে কক্সবাজার এক্সপ্রেসের লাইনচ্যুত বগিটি উদ্ধার হয়।

আরএ/এসএন

Share this news on: