যে কারণে গুগলের বিরুদ্ধে মামলা মেক্সিকোর

গুগল ম্যাপে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য গালফ অফ মেক্সিকোকে ‘গালফ অফ আমেরিকা’ নাম দেখানোর ঘটনায় প্রযুক্তি জায়ান্ট গুগলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে মেক্সিকো। এমনটাই জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাম।

তিনি জানান, বিষয়টি নিয়ে একাধিকবার গুগলকে অনুরোধ করা হলেও তারা তা উপেক্ষা করেছে। তবে এই মামলা কোথায় দায়ের করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি প্রেসিডেন্ট।

এ বিষয়ে গুগল বিবিসির মন্তব্যের অনুরোধে কোনো সাড়া দেয়নি।

এদিকে, বৃহস্পতিবার রিপাবলিকান নিয়ন্ত্রিত মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভস ফেডারেল এজেন্সিগুলোর জন্য উপসাগরটির নাম ‘গালফ অফ আমেরিকা’ হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব পাস করেছে। মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ২০২৫ সালের জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই এ বিষয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন।

ট্রাম্প বলেছিলেন, ‘এখানে কাজের বেশির ভাগটাই আমরাই করি, এটি আমাদেরই।

’ তবে প্রেসিডেন্ট শেইনবামের সরকারের দাবি, ট্রাম্পের ওই আদেশ শুধুমাত্র যুক্তরাষ্ট্রের অংশেই প্রযোজ্য।

তিনি বলেন, ‘আমরা চাই, যুক্তরাষ্ট্র সরকারের যে নির্দেশনা রয়েছে তা শুধুমাত্র তাদের এলাকায়ই কার্যকর থাকুক। পুরো উপসাগরের নাম পরিবর্তনের অধিকার যুক্তরাষ্ট্রের নেই।’

চলতি বছরের জানুয়ারিতে শেইনবাম গুগলকে একটি চিঠিতে অনুরোধ করেন যেন গালফ অফ মেক্সিকোর নাম পরিবর্তন না করা হয়।

পরের মাসে তিনি আইনি পদক্ষেপের হুমকি দেন।

গুগল তখন জানিয়েছিল, সরকারিভাবে নাম পরিবর্তনের তথ্য পেলেই তারা সেসব অনুযায়ী মানচিত্র হালনাগাদ করে থাকে। তাদের মতে, মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কিউবা দ্বারা বেষ্টিত এই উপসাগরের নাম মেক্সিকান ব্যবহারকারীদের জন্য অপরিবর্তিতই থাকবে। আর বিশ্বব্যাপী ব্যবহারকারীরা ‘গাল্ফ অফ আমেরিকা’ নাম দেখতে পাবেন।

এদিকে, ‘গালফ অফ আমেরিকা’ নাম ব্যবহার করতে অস্বীকৃতি জানানোয় অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) সংস্থার সঙ্গে হোয়াইট হাউসের সম্পর্কের অবনতি ঘটে।

এক পর্যায়ে এপিকে কিছু সরকারি আয়োজনে প্রবেশাধিকার থেকেও বঞ্চিত করা হয়। পরে একটি ফেডারেল আদালত হোয়াইট হাউসকে এপি-কে বাদ দেওয়া বন্ধ করার নির্দেশ দেয়।

এ ছাড়া, সম্প্রতি ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, সৌদি আরব সফরের সময় তিনি পারস্য উপসাগরের নাম ‘আরব উপসাগর’ বা ‘গালফ অফ আরাবিয়া’ হিসেবে পরিবর্তনের প্রস্তাব দিতে পারেন। এ বিষয়ে ইরানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, ‘এটি যদি সত্য হয় তবে তা শুধু ভ্রান্ত তথ্যপ্রচারের অংশ নয়, বরং সকল ইরানির রোষানলের কারণ হবে।’

সূত্র : বিবিসি

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
‘এটা আমাদের দুর্ভাগ্য’, ৫ রানে ৭ উইকেট হারানো প্রসঙ্গে তামিম Jul 05, 2025
জিএম কাদেরকে গ্রেফতারসহ জাপার কার্যক্রম নিষিদ্ধের দাবি রাশেদ খানের Jul 05, 2025
img
২০২৬ সালে দুই ভিন্ন চরিত্রে বড় পর্দায় আসছেন জিৎ Jul 05, 2025
img
আত্মঘাতী গোলে বিদায় পালমেইরাসের, সেমিফাইনালে চেলসি Jul 05, 2025
img
‘রাস’ সিনেমার জন্য ওজন বাড়ালেন দেবলীনা Jul 05, 2025
img
মালয়েশিয়া এয়ারলাইন্স ও এয়ারবাসের চুক্তি ঘোষণা করলেন ফরাসি প্রেসিডেন্ট Jul 05, 2025
img
২৮ বছরেই না ফেরার দেশে নীল ছবির তারকা Jul 05, 2025
img
'রণবীর আসার আগে আমি আর কারিশমাই ছিলাম'- কাপুর পরিবার নিয়ে কারিনা Jul 05, 2025
img
আগস্টে তুরস্ক ফুটবল দলের মুখোমুখি হবে বাংলাদেশ Jul 05, 2025
অনলাইনে সালাম দিলে কীভাবে উত্তর দেবেন? | ইসলামিক জ্ঞান Jul 05, 2025
img
কীর্তির প্রত্যাবর্তনের বড় পরিকল্পনা, ফিরছেন ৫টি বড় প্রজেক্টে Jul 05, 2025
img
সিরিজ বাঁচাতে মাঠে নামছে বাংলাদেশ, যেমন হতে পারে একাদশ Jul 05, 2025
img
সবাইকেই ট্রানজিশন পিরিয়ডের মধ্য দিয়ে যেতে হয়, বাংলাদেশের পারফরমেন্স প্রসঙ্গে জয়সুরিয়া Jul 05, 2025
img
বাবার দ্বিতীয় বিয়ের খবরে ক্ষুব্ধ সানি, তেড়ে যান হেমা মালিনীর দিকে! Jul 05, 2025
img
১৫ হাজার কোটি টাকার সম্পত্তি হারানোর মুখে সাইফ আলি খান Jul 05, 2025
img
‘দ্য ট্রেইটার্স ইন্ডিয়া’র মঞ্চে উরফি জাভেদ ও নিকিতার জয় Jul 05, 2025
img
আগে পিওনের ৪০০ কোটি টাকা বানাতে লেগেছে ১৫ বছর কিন্তু এখন লাগে ৩ মাস : রুমিন ফারহানা Jul 05, 2025
img
প্রশিক্ষণপ্রাপ্ত তরুণরা নতুন সমাজ গড়বে : সমাজকল্যাণ উপদেষ্টা Jul 05, 2025
img
ক্লাব বিশ্বকাপে আল হিলালকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করল ব্রাজিলের ফ্লুমিনেন্স Jul 05, 2025
img
‘বাবা আমাকে সাহায্য করেনি’, অভিনয় জীবন নিয়ে মিঠুন পুত্রের আক্ষেপ Jul 05, 2025