ছেলেকে নিয়ে অপু বিশ্বাসের আবেগঘন মুহূর্ত, মুগ্ধ ভক্তরা

কোনো সিনেমা নিয়ে আপাতত ব্যস্ততা না থাকলেও এখন মডেলিং বা ফটোসেশনে দেখা মেলে ঢালিউড চিত্রনায়িকা অপু বিশ্বাসের। সাম্প্রতিক সময়ে বিভিন্ন মেকওভারে নিজেকে সাজিয়ে নানা পোশাক, অর্নামেন্টেস কোম্পানির ‘ব্র্যান্ডিং’ করছেন তিনি। এর বাইরে যখন ছুটি কাটান, অবকাশ যাপন করেন নায়িকা; সঙ্গে থাকে তার একমাত্র ছেলে।

মাস কয়েক আগেই ছেলে আব্রাম খান জয়কে নিয়ে বিদেশ ঘুরে আসেন অপু বিশ্বাস। গিয়েছিলেন সিঙ্গাপুরে, ঘুরে আসেন মারলায়ন পার্ক থেকে। সেখানে সিংহের মূর্তির পাশে দাঁড়িয়ে মা ছেলের ফ্রেমবন্দি মুহূর্তে আপ্লুত হন তাদের ভক্তরা।

ছেলে আব্রাম খান জয়কে নিয়ে একরকম সিংগেল মাদারের দায়িত্ব পালন করছেন অপু বিশ্বাস। তবে মায়ের পাশাপাশি বাবার আদরও পায় আব্রাম। কিন্তু অপু কোথাও ঘুরতে গেলে ছেলেকে বাড়িতে ফেলে রেখে যান না, সঙ্গে নিয়ে যান।

শনিবার সকালে সামাজিক মাধ্যমে আব্রামের সঙ্গে বেশ কয়েকটি ছবি ভাগ করে নেন অপু বিশ্বাস। দেখা যায়, অপু বিশ্বাস ছেলের মুখে স্নেহভরা হাত দিয়ে কিছু বলছেন, যা এক আবেগঘন মুহূর্ত তৈরির সঙ্গে মায়ের ভালোবাসা প্রকাশ করে। ছেলে আব্রামও হাত পকেটে রেখে মায়ের দিকে তাকিয়ে আছে, যেন কোনো কথা মনোযোগ দিয়ে শুনছে।

আব্রাম ও অপু ম্যাচিং করে সবসময় পোশাক পরলেও ভিন্নতা থাকে প্রতিবারই। এর আগেও অবশ্য সাদা পোশাকে দুজনকে একসাথে দেখা যায়। এবার খানিকটা নতুন রূপে আবার দেখা মিলল মা-ছেলেকে। এদিন অপু বিশ্বাসের পরনে থাকতে দেখা যায় সাদা-কালো ও সোনালি ডিজাইনের কুর্তি-পাজামা; সঙ্গে কালো স্লিপার ও সানগ্লাস। এদিকে খানিকটা ম্যাচিং করে আব্রাম পরেছে সাদা শার্ট ও ছেঁড়া ডিজাইনের নীল জিন্স, সাথে স্যান্ডেল।
এছাড়াও এ সময় মা-ছেলেকে একসঙ্গে নানা পোজ দিতে দেখা যায় ক্যামেরাতে। তবে কিছু ক্যান্ডিড ছবিও ছিল সেখানে। আর তাদের এই আবেগঘন মুহূর্ত দেখে ভালোবাসা ছড়িয়ে দেয় তাদের ভক্ত-নেটিজেনরা।

প্রসঙ্গত, ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৭ সালের ১০ এপ্রিল এই দম্পতির বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। ওই দিন পুত্র জয়কে নিয়ে একটি বেসরকারি টেলিভিশনে লাইভে আসেন অপু। ২০১৮ সালের ১২ মার্চ বিবাহবিচ্ছেদের মাধ্যমে এখন এক ছেলেকে নিয়েই কাটছে অপুর সংসার।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
শক্তি পরীক্ষা করতে গিয়ে হার বাংলাদেশর May 10, 2025
img
পাকিস্তান নিজেদের আকাশসীমা খুলে দিলো May 10, 2025
img
কক্সবাজারে যুবলীগ নেতা বাহাদুর গ্রেফতার May 10, 2025
img
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এমন ঘটনা আগে দেখেনি কেউ May 10, 2025
মদিনায় গিয়ে নবীজির প্রথম কাজ | ইসলামিক জ্ঞান May 10, 2025
img
বাংলাদেশের পাকিস্তান এবং আরব আমিরাত সফরের তথ্য জানাল বিসিবি May 10, 2025
ঝুঁকি নিয়ে পাকিস্তান পাঠানো ঠিক হবে না: ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ May 10, 2025
সাকিব ভাইয়ের ক্যাপ্টেন্সি আমার ভালো লাগতো: নাজমুল হোসেন শান্ত May 10, 2025
'অপারেশন সিঁদুর'-এর জবাবে পাকিস্তানের 'বুনিয়ান-উন-মারসুস' May 10, 2025
img
সংবিধান লঙ্ঘনকারীদের পুনর্বাসন চায় না জনগণ : তারেক রহমান May 10, 2025