শাহরুখকে পেছনে ফেলে ‘মেট গালা’র সেরা হলেন দিলজিৎ

ইতিহাস গড়ে প্রথমবারের মতো মেট গালায় হাজির হয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। মেট গালায় এই প্রথম কোন ভারতীয় পুরুষ অভিনেতা হিসেবে অংশ নিয়েছেন কিং খান। ডিজাইনার সব্যসাচী মুখার্জির তৈরি করা মুর্শিদাবাদি সিল্কের মোঘল অনুপ্রাণিত কোর্ট জ্যাকেট, কালো ট্রাউজার ও খোলা ক্রেপ দে চাইন শার্টে তিনি ছিলেন নজরকাড়া। বলতে গেলে শাহরুখের স্টাইল আর গ্ল্যামারে আলোকিত হয়ে উঠেছিল পুরো গালা।
তবে শাহরুখ ভক্তদের জন্য হতাশার খবর এই যে, এবারের মেটগালায় স্টাইল আর ফ্যাশনে ভক্তদের ভোটে সেরার তালিকায় জায়গা পাননি কিং খান।

ভোগ ম্যাগাজিনের জরিপে বিশ্বের সবথেকে বড় ফ্যাশন ইভেন্টে সেরা পোশাক পরা সেলিব্রেটি হিসেবে নির্বাচিত হয়েছেন দিলজিৎ দোসাঞ্জ। জেন্ডায়া এবং রিহানার মতো ফ্যাশনদুরস্ত তারকাদের পিছনে ফেলে সবার আগে এগিয়ে গেছেন দিলজিৎ।

ভক্তদের ভোটের ওপর নির্ভর করে এই ফ্যাশন ম্যাগাজিনটি একটি তালিকা প্রকাশ করেছে, যেখানে রেড কার্পেটে ৩০৭ জন তারকাদের মধ্যে সেরা পোশাক পরিহিত তারকাদের বেছে নিতে বলা হয়েছিল।

ভক্তদের বিচারে সবার আগে এগিয়ে গেছেন পাঞ্জাবি গায়ক তথা অভিনেতা দিলজিৎ। এবারের মেট গালায় মহারাজা ভূপিন্দর সিং-এর সাজে সেজে ছিলেন তিনি। পাঞ্জাবের ঐতিহ্যকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্যই এই সাজে সেজেছিলেন অভিনেতা। নিজের সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরতে তিনি যে সক্ষম হয়েছেন তা এই তালিকা দেখেই স্পষ্ট হয়ে যায়।

এই তালিকায় দ্বিতীয় নাম উঠে এসেছে দক্ষিণ কোরিয়ান র‍্যাপার গায়ক এস কুপস, যিনি কোরিয়ান হ্যানবক জ্যাকেট থেকে অনুপ্রেরণা নিয়ে ধূসর রঙের বস স্যুট পরেছিলেন। তৃতীয় স্থান অধিকার করেছেন হলিউড তারকা জেন্ডোয়া, যিনি লুই ভিটনের স্যুট পরেছিলেন, গায়িকা তেয়ানা টেলর রুথ ই কার্টারের পোশাক পরেছিলেন এবং পপস্টার রিহানা মার্ক জ্যাকবসের ডিজাইনে নিজেকে সাজিয়েছিলেন। এই তালিকায় নাম রয়েছে নিকি মিনাজ, শাকিরারও। তবে দুর্ভাগ্যবশত এই তালিকায় নাম ওঠেনি বলিউড স্টার শাহরুখ খানের। 

এসএন 

Share this news on: