যিশুকে ভুলে কি নতুনের পথে নীলাঞ্জনা!

শুক্রবার দুপুর থেকেই সমাজমাধ্যমের পাতায় ঘুরছে একটা ছবি। দেখা যাচ্ছে প্রযোজক নীলাঞ্জনা শর্মাকে। পুজো হয়েছে। ছবি দেখে মনে হচ্ছে নতুন কোনও সূচনার আগে যেমন পুজো দিয়ে সবটা শুরু হয়, তেমনই ব্যবস্থা করেছিলেন নীলাঞ্জনা। সেই ছবি দেখে অনেকের মনেই প্রশ্ন জেগেছিল, তা হলে নতুন কিছু শুরু হতে চলেছে? যদিও এখনও পর্যন্ত কিছু খোলসা করেননি তিনি। শোনা যাচ্ছে, ‘নিনি চিনিজ় মাম্মাজ় প্রোডাকশনে’র তরফে রয়েছে নতুন কিছু পরিকল্পনা। ইন্ডাস্ট্রির অন্দরের ফিসফাস নতুন ধারাবাহিকের পরিকল্পনা শুরু করে ফেলেছেন নীলাঞ্জনা। তাঁর প্রযোজিত ‘হরগৌরী পাইস হোটেল’ পেয়েছিল বিপুল ভালবাসা। আবারও এমনই কোনও নতুন কাহিনি নিয়ে নতুন গল্প বুনবেন নীলাঞ্জনা, মনে হচ্ছে তেমনই।

তবে এখনও পর্যন্ত কিছু চূড়ান্ত হয়নি। তিনি নাকি প্রি-প্রোডাকশনের কাজ শুরু করেছেন। এখনও আলোচনা করার মতো পর্যায়ে পৌঁছaয়নি। দুই মেয়েকে নিয়ে এখন নতুন করে জীবন গোছাচ্ছেন নীলাঞ্জনা। শোনা যায়, স্বামী যিশু সেনগুপ্তর সঙ্গেও দূরত্ব বেড়েছে। অনেক দিন হল নাকি তাঁরা আলাদা থাকছেন। দুই মেয়ে মায়ের সঙ্গেই আছে। এই পরিস্থিতিতে নাকি বাবার সঙ্গেও সে ভাবে কোনও যোগাযোগ রাখেনি তারাও। বিবাহবিচ্ছেদ নিয়ে অবশ্য এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি যিশু বা নীলাঞ্জনা। তবে শোনা যায়, আইনি পদক্ষেপ করেছেন নীলাঞ্জনা।

ব্যক্তিগত জীবনে যা-ই ঘটুক না কেন, কাজে কোনও গাফিলতি নেই। এক দিকে নীলাঞ্জনা যেমন নিজের প্রযোজনা সংস্থার কাজ শুরু করেছেন, তেমনই যিশুও নতুন প্রযোজনা সংস্থা খুলেছেন। সঙ্গী, অভিনেতা সৌরভ দাস। নতুন ছবির পরিকল্পনাও করে ফেলেছেন তাঁরা। তাঁদের বড় মেয়ে সারা সেনগুপ্তও মুম্বইয়ে মডেলিং করছেন। বেশ কিছু বিদেশি কোম্পানির বিজ্ঞাপনেও দেখা গিয়েছে তাঁকে।

এসএন 

Share this news on:

সর্বশেষ

মদিনায় গিয়ে নবীজির প্রথম কাজ | ইসলামিক জ্ঞান May 10, 2025
img
বাংলাদেশের পাকিস্তান এবং আরব আমিরাত সফরের তথ্য জানাল বিসিবি May 10, 2025
ঝুঁকি নিয়ে পাকিস্তান পাঠানো ঠিক হবে না: ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ May 10, 2025
সাকিব ভাইয়ের ক্যাপ্টেন্সি আমার ভালো লাগতো: নাজমুল হোসেন শান্ত May 10, 2025
'অপারেশন সিঁদুর'-এর জবাবে পাকিস্তানের 'বুনিয়ান-উন-মারসুস' May 10, 2025
img
সংবিধান লঙ্ঘনকারীদের পুনর্বাসন চায় না জনগণ : তারেক রহমান May 10, 2025
img
ভারতে বাংলাদেশি মিডিয়া বন্ধ ইস্যুতে যা বললেন প্রেস সচিব May 10, 2025
সিলেট সীমান্তে কারফিউ জারি, রাতের চলাচল নিষিদ্ধ May 10, 2025
img
লঞ্চে প্রকাশ্যে নারীদের মারধর, যা বললেন চমক May 10, 2025
img
ইউক্রেন সংকট সমাধানে কিয়েভে ইউরোপীয় নেতারা May 10, 2025