আইপিএল-পিএসএলের পর এবার বাংলাদেশ-পাকিস্তান সিরিজ অনিশ্চয়তায়

ভারত-পাকিস্তানের মধ্যে চলমান রাজনৈতিক উত্তেজনার প্রভাব এবার বিশ্ব ক্রিকেটেও পড়তে শুরু করেছে। এরইমধ্যে দুই দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট আইপিএল ও পিএসএল স্থগিত করা হয়েছে। একইসঙ্গে আন্তর্জাতিক সূচিতেও আসছে পরিবর্তন। ভারত ও বাংলাদেশের সিরিজ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল আগেই, এবার পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজও পিছিয়ে যেতে পারে।

আগামী ২৫ মে শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ-পাকিস্তান পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। টাইগারদের পাকিস্তানে পা রাখার কথা ছিল ২১ মে। তবে বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে সেটি আর সম্ভব হচ্ছে না বলে ধারণা করছে সংশ্লিষ্ট মহল। তার আগে বাংলাদেশের সংযুক্ত আরব আমিরাতে দুটি টি-টোয়েন্টি ম্যাচের সূচিও রয়েছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আগে থেকেই নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় পিএসএল সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়ার কথা ভাবছিল। পরে আসরের বাকি আটটি ম্যাচ পুরোপুরি স্থগিত করা হয়। এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের সিরিজও পেছাতে হতে পারে। যদিও পিসিবির আন্তর্জাতিক বিভাগের পরিচালক উসমান ওয়াহলা জানিয়েছেন, "সিরিজ বাতিলের কোনো সম্ভাবনা নেই, আমরা এখনো দুই সপ্তাহ সময় হাতে পাচ্ছি এবং নিয়মিতভাবে বাংলাদেশ বোর্ডের সঙ্গে যোগাযোগ হচ্ছে।"

উল্লেখ্য, পিএসএলে সর্বশেষ ৭ মে ম্যাচ হয় কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ও ইসলামাবাদ ইউনাইটেডের মধ্যে। পরদিন রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের কাছে ভারতের ড্রোন হামলার ঘটনা ঘটে, যার কারণে পরবর্তী ম্যাচ স্থগিত করা হয় এবং পরবর্তীতে পুরো আসরই বন্ধ ঘোষণা করে পিসিবি।

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে শুরুতে ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টির পরিকল্পনা থাকলেও বিশ্বকাপ ও এশিয়া কাপ প্রস্তুতির কথা মাথায় রেখে তা পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পরিণত করা হয়। নতুন সূচির ব্যাপারে সিদ্ধান্ত নিতে দুই বোর্ডের আলোচনা অব্যাহত রয়েছে।


এসএস/এসএন

Share this news on: