বিশ্বকাপজয়ী স্কালোনির জন্য ব্রাজিলের পাঁচ গুণ বেশি পারিশ্রমিকের প্রস্তাব!

ব্রাজিল ফুটবল দলের কোচিং ব্যাপারে ব্যাপক গুঞ্জন চলছে, যেখানে এক ব্রাজিলিয়ান সাংবাদিক ব্রাজিল ফুটবল ফেডারেশনকে লিওনেল স্কালোনির প্রতি একটি চমকপ্রদ প্রস্তাব দেওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি দাবি করেছেন, আর্জেন্টিনার বর্তমান পারিশ্রমিকের চেয়ে পাঁচগুণ বেশি টাকা প্রস্তাব দিয়ে স্কালোনিকে ব্রাজিলে আনতে হবে।

ফ্লাভিও প্রাডো নামের এই সাংবাদিক বলেন, "সিবিএফ (ব্রাজিল ফুটবল ফেডারেশন) স্কালোনিকে পেতে প্রস্তাব দিতে পারে। তিনি সেখানে কী আয় করেন সেটা বড় কথা নয়, পাঁচগুণ বেশি প্রস্তাব দিলে তিনি স্তম্ভিত হবেন। যদি স্কালোনি সেই প্রস্তাব গ্রহণ করেন, তা হলে সিবিএফের জন্য এটা ভাল হবে। নইলে আর্জেন্টিনা তার স্যালারি বাড়ানোর প্রস্তাব দিতে বাধ্য হবে।"

যদিও এই মন্তব্যটি অনেকটাই কৌতুক মনে হলেও, কিছু স্থানীয় সংবাদমাধ্যম তা নিয়ে রিপোর্ট করেছিল। এই গুঞ্জনের পর আর্জেন্টিনার কোচ স্কালোনি জানান, তিনি জানতেন না এমন কোনো প্রস্তাব রয়েছে, এবং তিনি নিশ্চিত যে এমন কিছু হবে না। স্কালোনি বললেন, "এমন কিছু আমি জানতাম না, কেউ আমাকে বলেওনি। আমি মনে করি না (এমন কিছু ঘটবে)।"

এছাড়া, স্কালোনি দৃঢ়ভাবে জানিয়েছেন যে তিনি ২০২৬ সালের বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। তার অধীনে আর্জেন্টিনা ২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকায় শিরোপা জিতেছে। তিনি জানান, আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলকে উভয় ম্যাচেই হারানোর পর তিনি আরেকটি বিশ্বকাপ সফলভাবে পরিচালনা করবেন।

এদিকে, ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) বর্তমানে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি নিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে চেষ্টা করছে। রিপোর্টে জানানো হয়েছে, আনচেলত্তি ও রিয়াল মাদ্রিদ মৌখিকভাবে আলাদা হওয়ার সিদ্ধান্তে পৌঁছেছে এবং আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ যদি দল ছাড়েন, তবে তিনি ব্রাজিলের কোচ হতে পারেন। সিবিএফ ইতোমধ্যে ২৬ মে’র মধ্যে নতুন কোচ নিয়োগের জন্য সময়সীমা নির্ধারণ করেছে।


এসএস/এসএন

Share this news on: